স্নানেই মৃত্যু? বিশ্বের সবচেয়ে নোংরা ব্যক্তিকে চেনেন?

 ইরানের আমউ হাজি বিশ্বের সবচেয়ে নোংরা ব্যক্তি

most dirty person, dirty person, iran, offbeat news, offbeat

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ! এমনও তকমা যে হয়, তা জানতেন? তবে এরকম তকমা আসলেই হয়। এবং এমন মানুষও পৃথিবীতে আছেন, যে এইরকম তকমা পেয়েছেন। ইরানের সেই ব্যক্তির নাম হল আমিউ হাজি। তিনি পৃথিবীর সবচেয়ে নোংরা ব্যক্তি। গত ২৫শে অক্টৌবর ৯৪ বছর বয়সে নিজের গ্রামে তাঁর মৃত্যু হয়েছে।
জানা যায় যে প্রায় ৫০ থেকে ৬০ বছরেরও বেশি সময় ধরে তিনি স্নান করা তো দূরের কথা, এক ফোটা জলও ছোঁননি। স্নান করলে অসুস্থ হয়ে যাওয়ার ভয় পেতেন এই পৌঢ়। ইরানের ফারসের দক্ষিণে দেজগা নামের একটি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানুষটি। বছরের পর বছর ধরে স্নান না করার অভ্যেস এবং নোংরা থাকার জন্য তিনি বিশেষ ভাবে পরিচিত ছিলেন।
দীর্ঘ প্রায় অর্ধশতকেরও বেশি সময় ধরে স্নান করেননি আমিউ হাজি। তবে কয়েক মাস আগে গ্রামের কয়েকজন জোর করেই নিয়ে গিয়ে তাঁকে স্নান করিয়ে দিয়ে ছিলেন। তাই এই স্নান করানোর ফলেই তাঁর মৃত্যু হয়েছে কী না, সেই নিয়েও প্রশ্ন করছেন অনেকে। দীর্ঘ জীবনে অকৃতদার ছিলেন হাজি। এমনকী তাঁর এই অদ্ভুত জীবনযাপনের জন্যে ২০১৩ সালে তাঁর জীবনের উপর 'দ্য স্ট্রেঞ্জ লাইফ অব আমিউ হাজি' নামের একটি তথ্যচিত্রও বানানো হয়েছিল।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন