সকালের রুটিনে এক কাপ চা? নিজের ক্ষতি করছেন না তো?

 ঘুম থেকে উঠে খালি পেটে চা খাওয়ার অভ্যেস বড়ো বিপদ ডেকে আনতে পারে

health, healthy, health care, tea, morning tea, side effect, harmful

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালির চা তে কখনো না নেই। চা শুধু একটা পানীয় নয় বাঙালির কাছে চা হল একটা ইমোশানের মতো। দিনে তিনবার খাবার যদি খাওয়া নাও হয়, চা খেতেই হবে। দিনের যেকোনো সময় এক কাপ বা এক ভাঁড় চা নিয়ে বসে পড়া যায়। সকালে উঠে চা ছাড়া ঘুম ভাঙেনা, কিংবা সারাদিনের কাজের এনার্জি আসে না, এমন মানুষের অভাব নেই। তবে জানেন কী? সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খেয়ে আপনি নিজের বিপদ বাড়াচ্ছেন।
সকালে দুধ চা খাওয়া একেবারেই উচিৎ নয়। দুধে থাকে উচ্চমাত্রার ক্যালোরি এবং এবং চায়ে বেশি পরিমানে ক্যাফিন থাকে। এই দুই মিলে শরীরকে জব্দ করার মোক্ষম অস্ত্র তৈরি হতে পারে। এর থেকে শরীরে অ্যাসিডিটির সম্ভাবনা অনেক বেড়ে যায়। সারাদিন অস্বস্তি বোধ হয়, শরীর ভালো লাগে না। খালি পেটে চা খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়।
এছাড়া যাঁরা কিডনির বা ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তাঁদের জন্য দুধ চা ভীষণ ক্ষতিকর। ওজন কমানোর ক্ষেত্রেও দুধ চা অত্যন্ত ক্ষতিকর। এমনকী ব্যায়াম করার আগে খালি পেটে চা খাওয়া একেবারেই উচিৎ নয়। সকালে চায়ের সঙ্গে অন্তত দুটো বিস্কুট খেতে হবে। দুধ চায়ের অভ্যাস বদলে লিকার চা খাওয়া শুরু করতে পারেন। 




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন