মোবাইলে বেশিক্ষণ চার্জ থাকে না? জেনে নিন সমাধান

 কিছু সহজ টিপস মাথায় রাখলেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন

easy tips, tips, tips and trics, daily trics

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের মোবাইল বা স্মার্টফোনগুলি। বিভিন্ন প্রয়োজনীয় কাজ, দূরের মানুষের সঙ্গে কথা বলা, অজানা জিনিস চট করে জেনে নেওয়ার মতো সুবিধা তো আগে ছিলই। কিন্তু করোনা এবং লকডাউন পরবর্তী সময়ে মোবাইলের দরকার আমাদের কাছে আরও বেড়ে গেছে।
ইস্কুলের হোমওয়ার্ক থেকে অফিসের কাজ সবকিছুতে এখন স্মার্টফোন প্রয়োজন। তবে কাজে ব্যস্ত থাকলে বা বাইরে থাকলে অনেক সময়েই আমরা ফোনে চার্জ দিতে পারি না। অন্যদিকে ব্যাটারির চার্জ ক্রমশ কমে। তাই কিছু সহজ বিষয় মাথায় রাখলে মোবাইলের ব্যাটারির চার্জ বাঁচানো সম্ভব।

১। মোবাইল ব্যবহার করতে করতে মিনিমাইজ অবস্থায় থেকে যাওয়া ফোনের বিভিন্ন অব্যবহৃত অ্যাপগুলি ক্রমশ ব্যাটারির চার্জ কমাতে থাকে। এই ধরনের অ্যাপগুলিকে বন্ধ করুন।

২। মোবাইল হটস্পট ব্যবহার করে অন্য কাউকে ইন্টারনেট সেয়ার করার অপশন অন করা থাকলেও মোবাইলের চার্জ কমে যায়।

৩। মোবাইলের একটি বিশেষ ফিচার আছে যা ব্যাটারির চার্জ নিয়ন্ত্রণে রাখার জন্যই তৈরী হয়। পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন।

৪। বিভিন্ন অ্যাপ থেকে আসা অবাঞ্ছিত নোটিফিকেশন বন্ধ করে রাখুন।

৫। মোবাইলের যেসব ফিচারস বা অ্যাপগুলি বেশি চার্জ নষ্ট করে সেগুলি যত কম ব্যবহার করা যায় ততই ভালো।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন