সন্তানকে ঠিক স্কুলে ভর্তি করছেন তো?

 বাচ্চাকে স্কুলে ভর্তি করার আগে কয়েকটি বিষয় জেনে নেওয়া উচিৎ

kids, schooling, tips, easy trics

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ একটি শিশু জন্মানোর পরে ধীরে ধীরে একটু বড়ো হলে বাবা মায়ের তাকে বড়ো করা, মানুষ করা ইত্যাদি চিন্তার সঙ্গে যেটি যুক্ত হয় তা হল তার পড়াশোনার বিষয়ে চিন্তা। কারণ, শিশুর সঠিক বিকাশের জন্য স্কুল একটি বড়ো দায়িত্ব পালন করে। পরিবারের চেনা জগৎের বাইরে স্কুলে একটি শিশু প্রথমবার সামাজিক জগৎ সম্পর্কে চেনা শুরু করে।
বাড়িতে বাবা মা এবং আত্মীয় স্বজনের থেকে প্রাথমিক শিক্ষার সঙ্গে সঙ্গে বিদ্যালয় জীবনে সে পদার্পন করে। আপনার বাচ্চার জন্য সঠিক স্কুল নির্বাচন করা অত্যন্ত জরুরী বিষয়। এক্ষেত্রে সামান্য ভুল শিশুর ভবিষ্যতের উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে। তাই নিজের সন্তানকে স্কুলে ভর্তি করার আগে কয়েকটি সামান্য বিষয় মাথায় রাখা উচিৎ।

১। সমস্ত প্রয়োজনীয় দিক বিবেচনা করে প্রথমে বাবা মাকে পছন্দের স্কুলগুলির একটি তালিকা বানিয়ে নিতে হবে।

২। আপনি আপনার সন্তানের জন্য যে স্কুলগুলি পছন্দ করছেন তার পাঠক্রম সম্পর্কে একটি স্পষ্ট ধারনা করে দেওয়া দরকার।

৩। পছন্দের স্কুলগুলিতে কোন পদ্ধতিতে, কী শিক্ষারীতি মেনে পড়াশোনা করানো হয় সেটা জেনে নেওয়া উচিৎ।

৪। এছাড়া পড়াশোনা, শিক্ষারীতি এবং পাঠক্রমের বাইরেও বাচ্চার সার্বিক বিকাশের ক্ষেত্রে স্কুল কীভাবে সাহায্য করতে পারে তা সম্পর্কে ভালো ভাবে জেনে নিতে হবে।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন