শীতে খুশকির সমস্যার ৩ ঘরোয়া সমাধান

 এই পদ্ধতিতে মেটান খুশকির সমস্যা

home tips, tips, tips and tricks, easy tips, easy, dandruff, problems, hair problems, hair care

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শীত যে আসছে তা সবথেকে আগে কী থেকে বোঝা যায় জানেন? ত্বক শুষ্ক হতে শুরু হয় ধীরে ধীরে। তবে শুধু হাত বা পায়ের চামড়া নয়, মাথার ত্বকও ক্ষতিগ্রস্ত হয় এই শীতে। এবং এর ফলে খুশকির সমস্যা বেড়ে যায়। কিছু মানুষের খুশকির সমস্যা সারা বছর থাকে। কিন্তু শীত পড়ার সঙ্গে সঙ্গে মাথার চামড়া শুষ্ক হয়ে যায় এবং খুশকি বাড়ে। কিন্তু জানেন কী? শীতকালের এই সমস্যার হাত থেকে মুক্তির উপায় আপনার বাড়িতেই আছে।

১। শীতকালে মাথার আর্দ্রতা স্বাভাবিক রাখতে এবং চুলের গোড়ায় পুষ্টি জোগাতে স্নানের আগে হালকা গরম নারকেল তেলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাথায় মাখলে কাজ হয়। কিছুক্ষণ রেখে অবশ্যই জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

২। ত্বকের সঙ্গে সঙ্গে শরীরের আর্দ্রতাও এই সময় ঠিক রাখা জরুরি। তাই প্রচুর তরল খাবার খাওয়া উচিৎ।

৩। শীতকালে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো। এটি চুলের আরও ক্ষতি করতে পারে।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন