তিলচিটে রান্নাঘর থেকে মুক্তি পান এই উপায়ে

 সহজ কিছু পদ্ধতিতে আপনার রান্নাঘর সুন্দর হয়ে উঠবে

easy tips, home trics, kitchen

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যাঁরা বাড়ির কাজকর্ম দেখাশোনা করেন, তাঁদের দিনের বেশিরভাগ সময়টাই কাটে আসলে রান্নাঘরে। যেকোনো বাড়িতে রান্নাঘরে প্রচুর কাজ থাকে। দিনের বিভিন্ন সময়ে যা সব খাবার খাওয়া হবে তা বানানো হয় রান্নাঘরেই। রান্নার বিভিন্ন কাজ দিনের পর দিন করতে করতে রান্নাঘরের অনেক অংশ তেলতেলে হয়ে যায়। তেল চিটচিটে রান্নাঘর বাড়ির সদস্যদের জন্য তখন বেশ বিরক্তির কারণ হয়ে ওঠে। তবে কিছু সামান্য বিষয় মাথায় রাখলেই এই সমস্যার দ্রুত সমাধান পাওয়া সম্ভব।

১। রান্নাঘরের বিশেষ কিছু জিনিস যেমন মাইক্রো ওভেন, টোস্টার, মিক্সার গ্রাইন্ডার, কুকার ইত্যাদিতে ঢাকনা বা কভার পরিয়ে রাখতে হয়। তাহলে এইগুলির গা তেলচিটচিটে হবে না। কভার নোংরা হলে তা পরিষ্কার করে নিলেই হবে।

২। রান্নাঘরে চিমনি চালানোর সময় খেয়াল রাখতে হবে যাতে রান্নাঘরের কাছাকাছি ঘরের কিংবা ডাইনিং স্পেসের পাখা যাতে বন্ধ থাকে। পাখা চালু থাকলে চিমনি চলা সত্বেও তেল ছড়িয়ে পড়বে বাড়ির বিভিন্ন অংশে।

৩। রান্নাঘরের বিভিন্ন কৌটোগুলি ঢাকা দেওয়া কোনো আলমারি বা তাকের মধ্যে রাখলে কৌটোগুলি তেলচিটচিটে হয় না।

৪। তেল চিটচিটে বোতল বা কৌটো ইত্যাদি পরিষ্কার করতে বোতল বা কৌটোগুলির গায়ে ময়দা মাখিয়ে তা কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে সেগুলি অনেক বেশি চকচকে হবে।

৫। রান্নাঘরের তেলচিটে ভাব, বিভিন্ন দাগ ইত্যাদি ভালো করে মুছে ফেলতে কেরোসিন তেল বিশেষ ভাবে উপকারি। 




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন