এই পাঁচটি কাজ না করে বাড়ি থেকে বেরোবেন না!

 বাড়িতে এই সামান্য নিয়মগুলি মানলে ফল পাবেন হাতেনাতে

vastu, vastu tips, vastu tricks, astrology, astrological, astrology post

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এক একটা দিন সবারই এমন কাটে যে দিনগুলোয় কোনো কাজ হয় না। সকাল থেকে সমস্ত দরকারি কাজ ভেস্তে যায়। পছন্দ মতো কোনো কিছুই ঠিক মতো হয় না। এই সমস্যাগুলি থেকে বাঁচার উপায় ঘরেই আছে। প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে বিশেষ কিছু কিছু কাজ করলে সারা দিনের সমস্ত বাধা কেটে যাবে এবং আপনি সফল হবেন।

১। বিশেষ কোনো কাজে বেরোনোর আগে নিজেকে একবার আয়নায় দেখে নিন।

২। শুভ কাজে বেড়িয়ে যাওয়ার আগে কিছু মিষ্টি মুখে দিয়ে যেতে পারেন।

৩। মাঝে মধ্যে খাবারের বা রান্নার সঙ্গে ধনে পাতা খেয়ে বাড়ি থেকে বেরোন।

৪। বাইরে যাওয়ার আগে একটি সরষের দানা মুখে রেখে দিলে আর্থিক যোগ বাড়ে।

৫। কোনো কাজের আগে দই খেয়ে যাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন