গাছে লুকিয়ে ডেঙ্গুর বিপদ! অবাক কান্ড

 পতঙ্গবিদদের রিপোর্টে লুকিয়ে চিন্তার কারণ

healthnews, dengue, new report, trees

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক হারে ছড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। এই বিষয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যভবনে একটি আভ্যন্তরীণ রিপোর্ট নিয়ে বিশেষ আলোচোনা করা হয়। সেই রিপোর্টেই একটি অবাক করার মতো বিষয় উঠে এসেছে।
রিপোর্টে রাজ্যের পদঙ্গবিদরা জানিয়েছেন যে সুপারি, বাঁশ ইত্যাদি গাছ ডেঙ্গুর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। এই সব গাছের কান্ড বা পত্রকক্ষে যে জল জমা হয় তা থেকে ডেঙ্গুর মশা জন্মাচ্ছে। ওই জলেই বাড়ছে ডেঙ্গু বাহক এডিস মশা। বিভিন্ন কাজে এবং বিশেষ করে এই উৎসবের সময়ে ব্যবহার করা বাঁশের বেড়ার খুঁটিতে অনেকক্ষেত্রে জল জমে থাকছে। সেখানেই ডেঙ্গুর লার্ভা জন্মাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাঁশ, সুপারির মতো কলা বা কচু গাছেও সমান বিপদের আশঙ্কা থাকবে। অন্যান্য অনেক কারনবসত ডেঙ্গুর মশার লার্ভা জন্মালেও এই নতুন বিষয় সামনে আসার পর চিন্তা বেড়েছে স্বাস্থ্যকর্তাদেরও। এছাড়া সাধারণ মানুষের নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তা তো রয়েছেই।




আরও পড়ুনঃ চোখের যত্ন নিন

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন