কান্না শরীরের জন্য বিশেষ উপকারি! জানতেন?

 শরীরের উপর বিশেষ ইতিবাচক প্রভাব ফেলে কান্না

health, heathy, health care, crying

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যেসব মানুষ বেশি কাঁদেন, তাঁদের ছিঁচকাঁদুনে বলার লোকের অভাব নেই। তবে সত্যি এটাই যে কান্না আমাদের মনের একটি অনুভূতির বহিঃপ্রকাশ মাত্র। অনেকে আছেন যাঁদের অত্যন্ত আনন্দের মুহুর্তেও চোখে জল এসে যায়। তবে জানেন কী? কান্না আসলে আপনার শরীরের জন্য বিশেষ ভাবে উপকারি। আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তবে কাঁদার ফলে শরীর ও স্বাস্থ্যের দিক থেকে কী কী উপকার পাওয়া যায়?

১। বিশেষজ্ঞদের মতে, চোখের জলের সঙ্গে চোখের মধ্যে জমে থাকা নোংরা বা ধুলো সহজেই বেড়িয়ে আসে যার ফলে চোখ ভালো থাকে।

২। কান্না মানসিক অস্থিরতা কমায়। মন হালকা করে মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

৩। কান্না চোখকে শুষ্ক হত দেয় না। চোখের গ্রন্থি শুকনো থাকলে তার থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

৪। চোখের জল স্ট্রেস হরমোন এবং টক্সিন বের করে দেয়।

৫। কাঁদলে ক্যালোরি কমে এবং শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে কান্না উপকারি।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন