পড়ার ঘর সাজান বাস্তু মেনে

 সঠিক বাস্তু নিয়ম মেনে চললে বাড়িতে ছোটোদের পড়াশোনায় মন বসবে

vastu, rules, tips, study room tips, astrology, astrological

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শিশুদের মন দিয়ে পড়াশোনা করা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরী। পরিশ্রমের সঙ্গে পড়াশোনা না করলে জীবনে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়। তাই শিশুরা যাতে মন দিয়ে পড়াশোনা করতে পারে তা দেখার দায়িত্ব তাদের বাবা মা এবং পরিবারের। বাড়িতে বিশেষ করে পড়াশোনার সময় তাদের যেন কোনো রকম সমস্যা না হয় সেটা নিশ্চিত করা সকলের কর্তব্য। বাস্তুবিদদের শিশুরা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে কিছু বিশেষ নিয়ম মেনে চললে ছোটদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে।

১। বাড়িতে পড়ার ঘরে সবসময় একটি মা সরস্বতীর মূর্তি রাখা উচিৎ। কারণ হিন্দু ধর্মে দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী।

২। বিদ্যার দেবী সরস্বতী সবসময় পদ্মের উপরে উপবেশন করেন তাই পড়াশোনার ঘরে পদ্মফুল রাখলে শুভ হয়। এছাড়া সরস্বতীর বাহন হিসাবে রাজহাঁসের ছবি বা মূর্তিও রাখা যায়।

৩। সবসময় বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর- পূর্ব দিকে পড়ার ঘর রাখতে হয়। এমনকী এই ঘরে বইয়ের আলমারি থাকলেও তা এই দিকে রাখা উচিৎ।

৪। দক্ষিণ দিকে মুখ করে পড়তে বসা কখনই উচিৎ নয়।

৫। পড়ার ঘরে ময়ূরের পালক রাখা শুভ বলে মনে করা হয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন