ভাইফোঁটায় সব নিয়ম সঠিক ভাবে মানুন
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরে একে একে আসে, লক্ষ্মী পুজো, কালী পুজো এবং দীপাবলী। এরপরে আসে ভাই বোনেদের ভালোবাসার দিন ভাইফোঁটা। এই দিন ভাইদের মঙ্গল এবং উন্নতির জন্য প্রত্যেক বোনেরা উপোস করে ভাইদের কপালে চন্দনের ফোঁটা দেয়। অন্যদিকে ভাইয়েরাও বোনেদের মঙ্গল কামনা করে। উৎসব, খাওয়া দাওয়া আনন্দে প্রতিটি বাড়ি মেতে ওঠে। তবে ভাইফোঁটায় বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।
১. বাস্তু বিশেষজ্ঞরা বলেন ভাইয়েরা অর্থাৎ যাঁরা ফোঁটা নেবেন তাঁদের সবসময় পূর্ব এবং উত্তর দিকে মুখ করে এবং যাঁরা ফোঁটা দেবেন তাঁদের দক্ষিণ ও পশ্চিম দিক করে বসা উচিৎ।
২. প্রত্যেক ভাইকে ফোঁটা দেওয়ার সময় বোনেদের তিনবার যে বাংলা মন্ত্রটি বলতে হয় সেটি হল 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।'
৩. ভাইফোঁটার জন্য একটি থালায় ধান, দুর্বা, চন্দন, মধু ও দই, মিষ্টি রাখতে হয়।
৪. ধূপ এবং প্রদীপ জ্বালানো উচিৎ।
আরও পড়ুনঃ কালীপুজোয় ভুলেও করবেন না এইসব কাজ