রোজকার রূপচর্চার সঙ্গী পেঁয়াজের রস

 পেঁয়াজের রসের উপকারিতার শেষ নেই

beauty, beauty tips, onion, onion benefits, skincare, beautycare

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সুন্দর হতে চান না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। তবে সুন্দর হবার জন্যে বাজারে পাওয়া যায় এমন কৃত্রিম জিনিস যেমন ফেসওয়াশ, ক্রিম ইত্যাদি আরও বিউটি প্রোডাক্ট অনেকেই ব্যবহার করলেও অনেক মানুষ আবার ঘরোয়া জিনিস দিয়েই রূপচর্চা করতে পছন্দ করেন। পেঁয়াজ হল সেরকমই একটি জিনিস। সৌন্দর্য ধরে রাখার ঘরোয়া উপাদানগুলির মধ্যে পেঁয়াজের রস হল অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান।

১। খুব কম বয়সেও ত্বকের বলিরেখা আটকাতে পেঁয়াজের রসের জুড়ি নেই। সপ্তাহে অন্তত তিন বার করে মুখে পেঁয়াজের রস লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়।

২। পেঁয়াজের রসের সঙ্গে অল্প মধু এবং পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগালে ট্যান থেকে মুক্তি পাওয়া যায়।

৩। পেঁয়াজের রসের সঙ্গে অল্প মধু এবং টকদই এর মিশ্রণ মুখে মাখলে ব্রণ দূর হয়।

৪। শ্যাম্পু করার আগে চুলে পেঁয়াজের রস লাগালে চুল ঘন হয়।

৫। এমনকী হাতের তালুর চামড়ায় পেঁয়াজের রস লাগালে চামড়া নরম হয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন