মনের মতো সাজিয়ে তুলুন আপনার ঘর

 বাড়ি সুন্দর করে সাজানো থাকলে তা মনেও ভালো প্রভাব ফেলে

easy tips, home decoration, decoration, house tips, easy trics

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাড়ি, যেখানে আমরা দিনের বেশিরভাগ সময় কাটাই সেই জায়গা সুন্দর না রাখলে কী ভালো লাগে? অপরিচ্ছন্ন ঘর, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকলে দেখতেও ভালো লাগে না এবং দরকারে কোনো কিছু খুঁজে পাওয়াও যায় না। ঘর, বাড়ি সুন্দর করে সাজানো গোছানো থাকলে তা আমাদের মনেও ভালো প্রভাব ফেলে। তাই আপনার বাড়ি যাতে হয়ে ওঠে সবচেয়ে সুন্দর, রইল তার কিছু সহজ টিপস।

১। আপনার বাড়িতে আলো আসার জায়গা যত বেশি থাকবে ততই আপনার বাড়ি আলোঝলমলে সুন্দর হয়ে উঠবে। বৈদ্যুতিক কৃত্রিম আলো দিয়ে ঘর সাজানোর থেকে দেখতে হবে যাতে দিনে বাড়িতে বেশি করে আলো ঢোকে।

২। ঘরের এক কোণে বা টেবিলের ধারে কোথাও বিভিন্ন ইনডোর প্ল্যান্টস রেখে বাড়ি সাজান। সবুজের ছোঁয়া এবং সবুজকে দেখা ভ আমাদের শরীর ও মনের জন্য বিশেষ ভাবে উপকারি।

৩। যদিও আজকাল আমাদের মোবাইল বা ল্যাপটপে দেখানো সময়েই দিন কেটে যায়, কিন্তু বাড়িতে বিশেষ করে আপনার বসে কাজ করার মতো জায়গায় অবশ্যই একটি দেওয়াল ঘড়ি বা টেবিল ঘড়ি রাখুন।

৪। অনেক জিনিস, শো পিস না রেখে অল্প কয়েকটি জিনিস রেখে ঘর সাজান। দেওয়াল হালকা রঙের হলে ঘরে দিনের আলো বেশি খেলে।
কিংবা ঘরের এক দিকের কোণে বা এক দিকের দেওয়ালে হালকা ডিজাইন রাখা যেতে পারে।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন