আপনার গন্তব্য হোক বাঁকিপুট

 দীঘা-মন্দারমণি-শঙ্করপুর-তাজপুরের ভিড় এড়িয়ে বাঁকিপুট

travel, traveling, travel story, destination, tourism, west bengal tourism, tourist, east mednipur

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের মধ্যে সমুদ্র সৈকতে পর্যটনকেন্দ্র আছে বেশ কয়েকটি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর ইত্যাদি। ওল্ড এবং নিউ দীঘায় ভিড়ের ছবি চিরকালীন তবে বর্তমানে মন্দারমণি, শঙ্করপুর বা তাজপুরের মতো জায়গাগুলিতেও প্রচুর মানুষ আসছেন। এই ভিড় এড়িয়ে আপনার যদি একটু নিরিবিলিতে দু একটা দিন কাটিয়ে আসতে ইচ্ছা হয়, তাহলে আপনার গন্তব্য হতে পারে বাঁকিপুট।

কী কী দেখবেন
বাঁকিপুট একটি সুন্দর মনোমুগ্ধকর সমুদ্র সৈকত। এখানে পর্যটকদের ভিড় অপেক্ষাকৃত অনেক কম। আপনি প্রকৃতিপ্রেমী হলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা আপনার পছন্দ হবেই। এছাড়া এখানে একটি প্রাচীন মন্দির রয়েছে। এটি একটি বিশেষ দ্রষ্টব্য স্থান। এমনকী কপালকুন্ডলা উপন্যাসে এই মন্দিরের উল্লেখ ছিল।

কীভাবে যাবেন
কলকাতা থেকে দীঘা যাওয়ার যেকোনো বাসে করে প্রথমে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নামতে হবে। সেখান থেকে গাড়ি করে বাঁকিপুট পৌঁছনো যাবে। সময় লাগবে প্রায় ৪০ মিনিট।

কোথায় থাকবেন
বাঁকিপুটে যেহেতু পর্যটকের সংখ্যা কম, তাই এখানে থাকার জায়গাও কম। তবে বাজেট অনুযায়ী থাকার জন্য লজ এবং খাবার হোটেল আছে।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন