খাদ্যসঙ্কটের বিরুদ্ধে করা প্রচেষ্টায় সমর্থন জানালেন অভিনেত্রী
ছবি: ফেসবুক |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া উইনিসেফের শুভেচ্ছা দূত। তিনি বর্তমানে কেনিয়াতে আছেন। ইউনিসেফ সারা বিশ্বজুড়ে হওয়া খাদ্যসঙ্কটের বিরুদ্ধে লড়াই করার জন্য যে প্রচেষ্টা চালু করেছে সেই বিষয় সমর্থন করে নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সাহায্যের জন্য আবেধন জানিয়েছেন ভারতের এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
আশাহত না হয়ে এই খারাপ পরিস্থিতি কাটিয়ে কিকরে সব স্বাভাবিক করা যায় সেই বিষয়ে কথা বলেন তিনি। এছাড়া বিশ্ববাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন। ইউনিসেফের এই বিশাল কর্মকান্ডকে পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেবেন অভিনেত্রী। আফ্রিকার মানুষের দুর্দশার কথাও তুলে ধরেছেন প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে খাবারের দাম অস্বভাবিক ভাবে বৃদ্ধি পাওয়া, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, পরিবেশের পরিবর্তন সব মিলিয়ে তীব্র জল ও খাদ্যসঙ্কটের মুখে পড়েছেন ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়ার মানুষ। শিশুরা অপুষ্টির শিকার হচ্ছে। মানুষের হাতের রোজগার কমেছে। সমমিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে পৃথিবীবাসী।
আরও পড়ুনঃ ২০২৩ থেকেই ডিজিটাল ইউনিভার্সিটি