ষষ্ঠীতে বোধন, কিন্তু কেন?

 মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন করে পুজোর শুভারম্ভ

Durga Puja, Lord Durga, Bengali, Hindu, Bengal

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ মহাষষ্ঠী। মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ। আর দেবীপক্ষের ষষ্ঠ দিন মহাষ্টমী। এই দিনে দেবীর বোধন করে মূল দুর্গোৎসবের সূচনা হয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন? কেন দেবীপক্ষের অন্যান্য দিনগুলি বাদ দিয়ে এই ষষ্ঠীর দিনেই দেবীর বোধন করা হয়। এর পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে। কথিত আছে রামচন্দ্র দেবীর দুর্গার অকাল বোধন করেছিলেন এই শরৎকালে।
তবে তারও আগে থেকে যে পৌরানিক দুর্গাপুজো হত, তার নিয়ম কিন্তু রামায়নের পুজোর নিয়মের থেকে বেশ আলাদা ছিল। পুরানে বলা আছে সূর্যের উত্তরায়নের সময়ে দেবতাদের পুজো করার সময়। কিন্তু এই শরৎকালের সময়টায় কিন্তু সূর্যের দক্ষিণায়ন হয়। তাই দুর্গাপুজোর নিয়মে দেবীকে পুজোর আগে জাগ্রত করার রীতি আছে। সেটাকেই বলা হয় বোধন। একই কারণে রামচন্দ্রের পুজোকে তাই বলা হয় অকালবোধন।
কথিত আছে রামচন্দ্রের এই পুজোয় দেবীকে জাগ্রত করার জন্য স্বয়ং ব্রহ্মাস্ত্র মা দুর্গাকে আহ্বান করেছিলেন। এবং সেই সময় মা দুর্গা কন্যা রূপে প্রথম একটি বেলপাতায় আবির্ভুত হন। আর সেই দিনটি ছিল ষষ্ঠী। তাই মহাষষ্ঠীর দিনেই বেলগাছকে পুজো করে মা দুর্গার বোধন সম্পন্ন করা হয়।





0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন