চোখের জলে উমা বিদায়

 আসছে বছর আবার হবে

Durga Puja, Lord Durga, Bengali, Hindu, Bengal

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ বিজয়া দশমী। বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গাপুজোর শেষ দিন বিজয়া। সমস্ত আনন্দ, উল্লাস, উচ্ছাস সঙ্গে নিয়ে দেবী কৈলাসে ফিরবেন। আবার এই বছরের অপেক্ষায় বসে থাকবে বাংলা তথা দেশ। পাঁচ দিন ধরে সযত্নে পুজো করা প্রতিমা ভেসে যায় জলে। মায়ের বিসর্জন হয়। কিন্তু জানেন কী? কেন এই মহাদশমীর দিনেই দেবী প্রতিমার বিসর্জন হয়।
আসলে বিসর্জনের সময় মা দুর্গার প্রতিমা জলে ভাসিয়ে দেওয়া হয়। মনে করা হয় পাঁচ দিনের জন্য মা দুর্গা মর্তে এসে পুজো নেন। কিন্তু দশমীতে তিনি আবার কৈলাসে তাঁর স্বামী স্বয়ং মহাদেবের কাছে ফিরে যান। মনে করা হয় পৃথিবীর সমস্ত শক্তির যেমন সৃষ্টি আছে তার তেমন ধ্বংসও আছে।
কিন্তু আসলে ধর্মে এই জলে বিসর্জনের অন্য এক অর্থ রয়েছে। মনে করা হয় মানুষের মধ্যেই আসলে ভগবান বাস করেন। পুজো করা সময় সেই ভগবানের একটি মুর্তি কল্পনা করে তৈরী করা হয়। কিন্তু পুজোর পরে ভগবান আবার মানুষের হৃদয়েই ফিরে যান। আসলে হৃদয়ে দেবীর বিসর্জন হয়। এবং হৃদয়ের প্রতীক হিসাবে জলে দুর্গা প্রতিমা ভাসিয়ে দেওয়া হয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন