পুজোর মধ্যে যে কাজগুলি করবেন না

 দুর্গাপুজো কাটান সাবধানে এবং নির্বিঘ্নে


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ মহাপঞ্চমী। মহাষষ্ঠীর পুণ্য তিথিতে দেবী দুর্গার বোধন করে মূল পুজো শুরু হবে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সকলেই চান যেন দুর্গাপুজো তাঁদের ও তাঁদের পরিবারের সবার ভীষণ ভালো করে কাটে। কিন্তু কিছু কিছু কাজ এই দুর্গাপুজোর সময় করলে তা জীবনে অশুভ শক্তিকে বয়ে আনতে পারে।

১। পুজোর দিনগুলিতে ভক্তি ভরে মাকে স্মরণ করতে হয়। এই দিনগুলিতে কখনো চুল, নখ বা দাড়ি কাটা উচিৎ নয়।

২। দুর্গা প্রতিমার সামনে যে ঘটে প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেই ঘটকে অত্যন্ত যত্ন করে পুজো করতে হয়। বিন্দুমাত্র অপমান হলে তার ফল ভয়ঙ্কর হতে পারে।

৩। দুর্গাপুজোর দিনগুলিতে সবসময় একটি প্রদীপ সর্বক্ষণ জ্বালিয়ে রাখার চেষ্টা করা উচিৎ।

৪। পুজোর দিনে দিনে ঘুমোনো একেবারেই করা উচিৎ নয় বলে পন্ডিতরা মনে করেন।

৫। পুজোর দিনগুলিতে নিষ্ঠাভরে উপবাস থেকে মায়ের পুজো করা উচিৎ।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন