আপনাকে কি বেশি মশা কামড়ায়? তাহলে এই লেখাটি আপনার জন্যই

 হয়তো অনেকের মধ্যে বিশেষ একজনকেই বেশি মশা কামড়াচ্ছে, কেন বলুন তো?

Mosquito bites, Health tips, Healthy life, knowledge, Health knowledge

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেকে মিলে হয়তো একটা জায়গায় দাঁড়িয়ে বা বসে আছে, তারমধ্যে একজন বলছে তাঁকেই বেশি মশা কামড়াচ্ছে। অন্যদের জিজ্ঞেস করলে তাঁরা বলছেন যে তাদের তো কামড়াচ্ছে না, তাদের তো তেমন ভাবে মশা কামড়াচ্ছে না। সেক্ষেত্রে বাকিরা প্রথম জনকে নিয়ে হয়তো মজা করে। ভাবছেন এরকম তো আমার সাথেও হয়। এরকম ঘটনায় সবাই হাসলেও আসলে এটি কিন্তু  কোনো হাসির কথা না। এমন অনেক কারণই থাকতে পারে যেসব কারণে কোনো একজনকে মশা বেশি কামড়ায়।
বর্ষাকালে রাস্তায় জল জমলে যতটা না সমস্যা হয় তার চেয়েও বেশি সমস্যা হয় মশার উপদ্রবে। বৃষ্টি, বর্ষার সময়ে নোংরা জমা জলে মশা বেশি জন্মায়। অনেক ক্ষেত্রে অবশ্য পরিষ্কার জলেও মশা জন্মাতে পারে। মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মত অসুখ হতে পারে। কিন্তু জানেন কি কেন বিশেষ কিছু কিছু মানুষকে বেশি মশা কামড়ায়। এর পিছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে।


১। গায়ের গন্ধ
কোনো মানুষের শরীরের গন্ধ বা ঘাম জমা, ঘামের গন্ধ ইত্যাদি কারণে তাকে বেশি মশা কামড়াতে পারে। গায়ের ঘামের মধ্যে বিভিন্ন রকম জৈব ও ব্যাকটেরিয়া উপস্থিত থাকে। সেটিও বেশি মশা কামড়ানোর কারণ।

২। জামা কাপড়ের রং
কালো কিংবা খুব গাঢ় রঙের জামা কাপড়ের রঙে মশারা বেশি আকৃষ্ট হয়। এই ধরনের জামা বা পোশাক পড়ে থাকলে বেশি মশা কামড়াতে পারে।

৩। তাপ
অনেক মানুষের শরীর অন্যদের থেকে বেশি উত্তপ্ত হয়। সেক্ষেত্রে সেইসব মানুষকেও বেশি মশা কামড়াতে পারে।

৪। মদ্যপান
বেশি পরিমানে নিয়মিয়ত মদ্যপান করাও মশা বেশি কামড়ানোর একটি কারণ।

৫। গর্ভাবস্থা
গর্ভবতী অবস্থায় মহিলাদের শরীরের তাপমাত্রা অন্যদের তুলনায় বেশি থাকে। এর ফলে ওই সময়ও মশা বেশি কামড়ায়।


0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন