মায়ের দশ হাতে কেন দশ অস্ত্র?

মা দুর্গার দশ অস্ত্র দশ জন দেবতা উপহার দিয়েছিলেন

Durga Puja, Lord Durga, Bengali, Hindu, Bengal

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শরৎকালে আশ্বিন মাসের দেবীপক্ষে যে মা দুর্গাকে কন্যা রূপে পুজো করা হয় তিনি দশভুজা। পরিবারের সকলকে নিয়ে অর্থাৎ মেয়ে লক্ষ্মী, সরস্বতী এবং ছেলে কার্তিক ও গণেশ সঙ্গে দেবীর বাহন সিংহ সমেত মহিষাসুরমর্দিনী রূপে দেবী মর্তে পুজিত হন। মা দুর্গার দশ হাতে আবার দশ রকমের অস্ত্র থাকে। এই অস্ত্রগুলি থাকার বিশেষ কারণ রয়েছে।

মায়ের এক হাতে থাকে ত্রিশূল যা তাঁর স্বামী ভগবান শিব তাঁকে দান করেছিলেন। এই ত্রিশূলের তিনটি ফলা আসলে মানুষের তিনটি গুণ তমঃ, রজঃ ও সত্যের প্রতীক।

বরুণ দেবের উপহার শঙ্খ থাকে মায়ের এক হাতে। পুরাণে মনে করা হয় শঙ্খ থেকেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়ছিল।

বিষ্ণুদেবের দান করা চক্র একটি হাতে ধারণ করে দেবী যে সমস্ত শক্তির কেন্দ্র তা প্রকাশিত হয়।

ভক্তি ও ভালোবাসার চিহ্ন হিসাবে যমরাজের দান করা গদা দেবী তাঁর এক হাতে রাখেন।

দেবীর এক হাতে ব্রহ্মার দান করা পদ্ম থাকে অন্ধকারে আলো ফোটার প্রতীক হিসাবে।

দৃঢ়তার প্রতীক বজ্র ভগবান ইন্দ্র দেবী দুর্গাকে দান করেছিলেন।

শুভ চিন্তার প্রতীক হিসাবে শেষ নাগ দেবীকে সাপ উপহার দেন।

বুদ্ধির চিহ্ন হিসাবে মায়ের এক হাতে খড়গ থাকে।

পবনদেব দেবীকে দেন তির ধনুক যা আসলে শক্তির প্রতীক।

জ্ঞানের চিহ্ন হিসাবে দেবীর একটি হাতে থাকে অগ্নি।






0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন