মহাসপ্তমীতে কেন হয় নবপত্রিকা স্নান

 বোধনের পরের দিনে হয় নবপত্রিকা স্নান

Durga Puja, Lord Durga, Bengali, Hindu, Bengal

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ মহাসপ্তমী। মহাষষ্ঠীর দিনে দেবীর বোধনের পরে এই সপ্তমীর দিনের পুজোয় একটি বিশেষ রীতি হল নবপত্রিকা স্নান। চলতি কথায় যাকে কলা বউ স্নান বলা হয়। দেবীদুর্গা ও তাঁর ছেলেমেয়ে সমেত পরিবারের সঙ্গে গনেশের বউ হিসেবে পূজিত হন কলাবউ। কিন্তু  মহাসপ্তমীতে এই নবপত্রিকা বা কলা বউ স্নান করানোর বিশেষ কারণ রয়েছে।
সাধারণত নবপত্রিকা বা কলাবউ বলতে কলাগাছকে বোঝানো হলেও আসলে আরও মোট আটটি গাছকে একসাথে পুজো করা হয়। বিভিন্ন দেবদেবী প্রতীক হিসেবে কলা, কচু, হলুদ, জয়ন্তী, কৎবেল, বেদানা, অশোক, ঘটকচু এবং ধান গাছকে একত্রিত করে একসঙ্গে মহাসপ্তমীর সকালে স্নান করানো হয়। লাল পাড় সাদা শাড়িতে সাজিয়ে নবপত্রিকা স্নান হয়। তাই নয় ভগবানের রূপে নটা গাছকে পুজো করার এই নিয়মই আসলে নবপত্রিকা।





0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন