বাড়িতে ফুল সাজিয়ে রাখতে ভালোবাসেন? জেনে নিন কোন রঙের ফুল কোথায় রাখবেন

 বাস্তু মেনে বিভিন্ন রঙের ফুল বাড়িতে রাখতে হয়

Vastu, Astrology, Astrological, Easy tips, Home tips

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আপনি কি ফুল ভালোবাসেন? রংবেরঙের ফুলের গাছ বাড়িতে রাখতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার ফুল বা ফুলের তোড়ায় বাড়ির ভিতর সাজাতে ভালোবাসেন। তবে জানেন কী ফুল বা ফুলের রঙের উপরেও আপনার বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি নির্ভর করে। একইভাবে কোনো অশুভ ফুল বাড়িতে রাখলে কিংবা নিয়ম না মেনে যেকোনো রঙের ফুল বাড়ির যেকোনো জায়গায় রেখে দিলে তার থেকে আপনার বাড়িতে অশুভ শক্তির প্রতিষ্ঠা হতে পারে।
বাস্তুবিদরা মনে করেন বাড়িতে বেগুনি রঙের ফুলের গাছ থাকলে তা বাড়িতে শুভ শক্তি বয়ে নিয়ে আসে। সুখ-শান্তি বজায় রাখে। অর্থনৈতিক দিক থেকেও বাড়ির সদস্যরা লাভবান হন। এর ফলে বাড়ির ভিতরে একটি শুভ শক্তি বা এনার্জি বজায় থাকে। বাড়ির সকলে আনন্দ সহকারে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকেন। গাছ লাগানো সম্ভব নাও হলে বেগুনি রঙের গাছের ছবিও রাখা যেতে পারে।
গাছ ছাড়াও কেউ কেউ তাদের বাড়িতে বা ঘরের মধ্যে ফুল বা ফুলের তোড়া বা ফুলদানিতে ফুলের স্টিক রাখতে পছন্দ করেন। এই ক্ষেত্রেও কোন দিকে কোন রঙের ফুল থাকবে সেই সব নিয়ম সঠিক ভাবে মেনে চললে ফল পাওয়া যায়। যেমন- যেকোনো ধরনের নীল রঙের ফুল বা ফুলের তোড়া কিংবা স্টিক যদি আপনি ঘরে বা বাড়িতে রাখতে চান তবে তা সবসময় ঘরের বা বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা উচিৎ। আবার একইভাবে দক্ষিণ পশ্চিম দিকে ফুল রাখতে চাইলে সেক্ষেত্রে হলুদ রঙের ফুল দিয়ে সাজালে তাতে বাড়ির মঙ্গল হয়। এইভাবে নির্দিষ্ট রঙের ফুল, বাস্তুশাস্ত্র মেনে বাড়ির নির্দিষ্ট দিকে রেখে শান্তিতে গৃহজীবন উপভোগ করুন।




(নিউজ অফবিট-এর প্রতিটি খবরের আপডেট পেতে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর প্রতি সপ্তাহে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। www.newsoffbeat.com -এ প্রকাশিত খবর থেকে সপ্তাহের শেষে থাকবে কিছু সহজ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার এবং দুর্দান্ত সব অফার। তাহলে আর দেরি কিসের? নিচের লিংকে ক্লিক করে যোগ দিন এখনই। লিঙ্ক: https://t.me/newsoffbeat)

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন