শনিবারে এই জিনিসগুলি ভুলেও কিনবেন না

 কিছু কিছু জিনিস শনিবারে না কেনাই ভালো, নইলে বিপদ বাড়বে আপনারই

God, Saturday, Good power, Evil power, Life, Saturday, Lord Shani

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের প্রতিটা দিন এক একজন ভগবানের নামে উৎস্বর্গ করা হয়। সেইরকমই শনিবার হল শনিদেবের দিন। এইদিন নিষ্ঠাভরে তার পুজো করলে শুভ হয়। হিন্দু  ধর্মে ভগবান শনি হলেন সূর্যদেব ও ছায়াদেবীর সন্তান। তিনি আবার ধর্মরাজের বড় ভাই ও বটে। ব্রহ্মবৈর্ত পুরাণে আছে, নিজের স্ত্রীর কাছ থেকেই অভিশাপ পেয়ে তিনি নিজে অশুভত্বের বাহক হয়ে উঠেছিলেন। তাই ভগবান শনির অশুভ দৃষ্টি থেকে রেহাই পেতে কিছু নিয়ম মেনে চলা অবশ্য কর্তব্য।
জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, যে শনিবার কিছু বিশেষ জিনিস কিনে যদি বাড়িতে আনা হয়, তাহলে তার সঙ্গে বাড়ি বয়ে ঘরে ঢুকতে পারে অশুভত্ব। জেনে নিন কি কি জিনিস শনিবারে একেবারেই কিনবেন না।


১। মনে করা হয়, শনিবারে কোনো লোহার জিনিস কিনলে তাতে শনিদেব রুষ্ট হন। বরং এইদিন পারলে অন্য কাউকে লোহা দান করা উচিৎ।

২। প্রচলিত নিয়মে শনিবারে তেল কিনলে শনিদেব রুষ্ট হন।

৩। শনিবারে চটি বা জুতো, বিশেষ করে তা কালো রঙের হলে একেবারেই তা কেনা উচিৎ নয়। এইদিন কালো রঙের জুতো বা চটি কিনলে ক্রেতার শুভ হয় না।

৪। শনিবারে অগ্নি সম্বন্ধিত সমস্ত জিনিস কেনা অশুভ বলে মনে করা হয়। তাই, দেশলাই বাক্স পেট্রোল, কেরোসিন ইত্যাদি অন্যদিন কেনাই ভালো।

৫। শনিবারে কোনো রকমের চামড়ার জিনিস কেনা এড়িয়ে যাওয়াই ভালো।

৬। শনিবারে নুন কিনলে দুর্ভাগ্য ক্রেতার উপর নেমে আসে বলে মনে করা হয়।

৭। শনিবারে কাঁচি সুতো ইত্যাদি একেবারেই কেনা উচিৎ না বলে মনে করেন অনেক জ্যোতিষশাস্ত্রবিদ।






0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন