মহালয়ায় এই সব কাজ না করাই মঙ্গল

 দেবীপক্ষের সূচনার দিন সাবধানে থাকুন

Mahalaya, Debipaksha, Durga Puja, Lord Durga

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরুর আগে দেবীপক্ষ শুরু হওয়ার অমাবস্যার বিশেষ দিনটিকে বলা হয় মহালয়া। এই দিন প্রত্যেকে তাদের পূর্বপুরুষদের উদ্দ্যেশ্যে তর্পণ করে পিতৃপক্ষের অবসান করেন। আর পরবর্তী নয় দিনের জন্য বাঙালি মেতে ওঠে মহোৎসবে। তবে এই বিশেষ দিনে কিছু কিছু কাজ থেকে যদি বিরত থাকা যায় তাহলে আপনার জীবনে কোনো অমঙ্গলের ছায়া থাকবে না।
মনে করা হয় মহালয়ার দিন কোনো শুভ কাজ করা উচিৎ নয়। কোনো নতুন কাজ, নতুন ব্যবসা, নতূন কোনো বিশেষ জিনিস কেনা বা শুভ কোনো দিন যেমন বিয়ে ইত্যাদির দিন ঠিক করা একেবারেই উচিৎ নয় এইদিন। মহালয়ার দিনে নিরামিষ খাওয়া উচিৎ। পূর্বপুরুষদের উদ্দেশ্য তর্পণ করে এসে কোনো আমিষ খাবার না খাওয়াই ভালো।
এই দিনে কেউ দান বা ভিক্ষা এমনকী খাবার চাইলেও তাদের ফিরিয়ে দিতে নেই। গরীব, দুঃস্থদের দান করার জন্য এটি ভালো দিন। এছাড়া এইদিন যাঁরা তর্পণ করেন তাঁদের চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটতে নেই। ভোরবেলা উঠে মহালয়ার দিন স্নান করে নেওয়া উচিৎ। ভগবান বিষ্ণুর নাম করতে হয় মহালয়ায় এবং এই দিন গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি পাঠ করা উচিৎ।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন