আমাদের ওয়েবসাইটের দেওয়া লিঙ্ক থেকে কেনাকাটা করলে পেয়ে যাবেন অতিরিক্ত ছাড়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ঢাকে কাঠি পরে গেছে। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। যদিও কলকাতার পুজোর উদ্বোধন কিন্তু হয়ে গেল ২২-এ সেপ্টেম্বর থেকেই। নতুন জামা-কাপড়, সাজ-গোজে, কেনাকাটায় মেতে উঠছে গোটা রাজ্য, দেশ তথা পুরো পৃথিবী। সারাবছর যেমনই কাটুক না কেন, সব ভুলে পুজোর আনন্দে মেতে উঠবে মানুষ। আর উৎসবের মরসুমে ২৩.০৯.২২ রাত ১২টা থেকে ফ্লিপকার্টে চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় মেগা সেল ফ্লিপকর্ট বিগ বিলিয়ন ডেজস।
ঘরে বাইরে বাঙালির সবচেয়ে বড়ো উৎসবের উন্মাদনা বাড়ছে। কেনাকাটা করতে এখন ব্যস্ত বাঙালি। তবে জানেন কি বাইরের ভিড় এড়িয়ে ঘরে বসেই আপনি পেয়ে যেতে পারেন সুপার অফার। দুর্দান্ত ছাড়ে স্টাইলিস্ট পোশাকে, প্রয়োজনীয় জিনিসে, ইলেকট্রনিকস সামগ্রীতে, আপনার পুজো হয়ে উঠবে সেরার সেরা। প্রয়োজন ও পছন্দমতো জিনিসে ভরে উঠবে আপনার ঘর। সময় কিন্তু হাতে বেশি নেই। তবে আর দেরি কীসের?
অতিরিক্ত কিছু অফার পেতে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন...