শর্মিলা ঠাকুরের জামাই এবার পরিচালকের আসনে
![]() |
ছবি: অভিনেতার সোশ্যাল মিডিয়া |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মুম্বাই-এর বিনোদন জগৎে অন্যতম একজন অভিনেতা হলেন কুনাল খেমু। এছাড়াও তিনি অবশ্য বলিউডের বিখ্যাত নবাব পতৌদি পরিবারের জামাইও বটে। ২০০৫-এর কলিযুগ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম পর্দায় আসেন তিনি। তারপর থেকে বিভিন্ন সিনেমা যেমন গোলমাল সিরিজ, গো গোয়া গন, কলঙ্ক ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।
এবার সেই কুনাল খেমুই দেখা দেবেন নতুন অবতারে। গণেশ চতুর্থীর শুভদিনে নিজের সামাজিক মাধ্যমে এমন সুখবর জানিয়েছেন অভিনেতা। ভগবান গণেশের নামে, পরিচালনার প্রথম ছবি মাঠগাও এক্সপ্রেসের নাম ঘোষনা করেন অভিনেতা। অনেকদিনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে তিনি অত্যন্ত খুশি। দর্শকদের আশীর্বাদ চেয়েছেন তিনি।
![]() |
ছবি: অভিনেতার সোশ্যার মিডিয়া |
পরিচালনার সঙ্গে এই ছবির চিত্রনাট্যকারও তিনি। ফারহান আকতার এবং রীতেশ সিধওয়ানির সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরী হবে এই ছবি। তার উপরে ভরসা রাখার জন্য ফারহান ও রীতেশকে ধন্যবাদ জানিয়েছেন খেমু।