শনিবারেই কাটান শনির দোষ│Lord Shani

ভগবান শনির প্রকোপ থেকে বাঁচার উপায় জেনে নিন

God, Saturday, Good power, Evil power, Life, Saturday, Lord Shani


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হিন্দু  ধর্মে ভগবান শনি হলেন সূর্যদেব ও ছায়াদেবীর সন্তান। তিনি আবার ধর্মরাজের বড় ভাই ও বটে। ব্রহ্মবৈর্ত পুরাণে আছে, নিজের স্ত্রীর কাছ থেকেই অভিশাপ পেয়ে তিনি নিজে অশুভত্বের বাহক হয়ে উঠেছিলেন। তাই ভগবান শনির অশুভ দৃষ্টি থেকে রেহাই পেতে কিছু নিয়ম মেনে চলা অবশ্য কর্তব্য।
মৎসপুরাণে অবশ্য শনি গ্রহকে মঙ্গলময় গ্রহ বলে চিহ্নিত করা হয়েছে। সপ্তাহ শেষে শনিবার সন্ধেয় শনিদেবের পুজো করা হয়। নীল ঘট, ফুল, কাপড়, লোহা, মাষকলাই, কালো তিল, দুধ, গঙ্গাজল, তেল ইত্যাদি সহযোগে মন্দিরে বা খোলা জায়গায় উপোস করে ভগবানের পুজো করতে হয়।
মানুষের ভাগ্যচক্রে শনির সাড়ে সাতি দশা দেখা দিলে শনিবার কালো তিল গঙ্গায় ভাসিয়ে দিয়ে ভগবানকে স্মরণ করলে শুভ হয়। আবার কালো তিল গঙ্গাজলে দিয়ে তা শিবলিঙ্গে নিবেদন করতে হয় কিংবা অমাবস্যায় সূর্যকে উদ্দেশ্য করে দেওয়া যায়। এতে কোনো মানুষের রাহু ও শনির দোষ থাকলে তা কেটে যাবে। এইভাবে সামান্য উপায়েই ভগবানের কৃপাদৃষ্টি লাভ করতে পারেন।





0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন