সূর্যদেবকে আবাহনের দিন রবিবার

 রবিবারে সূর্যদেবকে সন্তুষ্ট করতে এই কাজগুলি অবশ্যই করুন

God, Sunday, Good power, Evil power, Life, God of Sun

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হিন্দু  জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের রাজা হলেন সূর্যদেব। মনে করা হয়, তার কৃপা দৃষ্টি হলে মানুষ অর্থনৈতিক দিক থেকে লাভবান হন। এমনকী, তার আশীর্বাদে শরীর সুস্থ থাকে স্বাস্থও ভালো হয়। যেমন, কোনো মানুষের ভাগ্যরেখায় সূর্যের ভালো অবস্থান থাকলে তিনি একদিকে যেমন স্বাস্থবান, নিরোগ থাকবেন অন্যদিকে তার রোজগার ভালো হবে, জীবনে সুখ-স্বাচ্ছন্দ বজায় থাকবে। আবার সূর্য দুর্বল হলে নানারকম অর্থনৈতিক সমস্যা, শরীরের রোগ ব্যাধি বৃদ্ধি, কাজ নষ্ট ইত্যাদি হতে পারে বলে মানা হয়।
হিন্দু ধর্মে এক একটি দিন এক একজন ভগবান প্রতি উৎস্বর্গ করা হয়। রবিবার হল ভগবান সূর্যের
দিন। এইদিন তাঁকে সন্তুষ্ট করতে পারলে আপনার জীবনেও সৌভাগ্য নেমে আসবে। জেনে নিন কোন কোন সামান্য কাজগুলির দ্বারা আপনি সূর্যদেবের কৃপাদৃষ্টি লাভ করতে পারেন।


১। রবিবার সকালে উঠে স্নান সেরে শুদ্ধ কাপড়ে  '‌ওম সূর্যায়ে নমঃ ওম আদিত্য নমঃ'‌ মন্ত্র জপ করতে করতে সূর্যদেবের প্রতি অর্ঘ্য নিবেদন করলে ভগবান সন্তুষ্ট হন, ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন।

২। বিশ্বাস করা হয় যে রবিবারে চন্দের টিপ কপালে লাগিয়া কাজে বেরোলে সেই কাজ ভালো ভাবে সম্পন্ন হয়।

৩। রবিবার লাল রঙের পোশাক পরা অত্যন্ত শুভ।

৪। কাউকে কিছু দান করার জন্য রবিবার হল শ্রেষ্ঠ। দান করলে সূর্যদেব ভক্তের উপর সন্তুষ্ট হন।

৫। সূর্যদেব এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করতে রবিবার দরজার দুদিকে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালানো হলে অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়া যায়।

এইসব সহজ নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করলে সৌভাগ্য আপনার ঘরে আসবেই।



0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন