মশা তাড়াতে ক্ষতিকারক রাসায়নিক বা ধূপ ব্যবহার করবেন না
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বর্ষাকাল আসতে না আসতেই যেমন বৃষ্টি আসে ঠিক তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে থাকে মশা। বিশেষ করে শহরাঞ্চলে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যেই এ বছরে প্রচুর মানুষ এই মশাবাহিত রোগের কবলে পড়েছেন। এমনকী মৃত্যুও হয়েছে। ডেঙ্গু থেকে বাঁচতে বিশেষজ্ঞ ডাক্তাররা বারবার সতর্ক করেছেন। আশেপাশে জল জমতে না দেওয়া, শোওয়ার সময় মশারীর ব্যবহার ইত্যাদি আপনাকে এই মারণ রোগের হাত থেকে মুক্তি দিতে পারে।
বাড়ির মধ্যে বা ঘরে মশা বেশি হলে বেশিরভাগ মানুষই মশার কামড়ের হাত থেকে বাঁচতে মশার ধূপ জ্বালাতে বাধ্য হন। কিংবা বিভিন্ন রাসায়নিক ব্যবহার করেন। কিন্তু এগুলি উল্টে শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তার পরিবর্তে কিছু ঘরোয়া সহজ জিনিসের কথা অনেকেই জানেন না যা ব্যবহার করলে মশাও তাড়ানো যায় অথচ তা শরীরের জন্যও নিরাপদ হয়।
যেমন নিম পাতা পোড়ালে মশা তাড়ানো যায়। এদিকে নিমপাতা শরীরের ক্ষতিও করে না। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিমপাতা খাদ্যতালিকায় রাখাও যায়। শরীর জীবাণুমুক্ত করতে স্নানের জলে নিমপাতা রাখতে পারেন।মশার ধূপের পরিবর্তে ধুনো দিয়ে মশা তাড়ানো যেতে পারে।
নারকেলে শুকনো খোসা দিয়ে আগুন জ্বালালে মশা থাকে না। এছাড়া মশা তাড়াতে কর্পূরও ব্যবহার করা যায়। বিশিষ্টদের মতে, কর্পূর পোড়ার গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না।
এইসব সতর্কতা থাকা সত্বেও জ্বর এলে স্বাভাবিক জ্বর বলে এড়িয়ে না গিয়ে অবশ্যই ডাক্তার দেখান।
আরও পড়ুনঃ এড়িয়ে চলুন কাঁচা ফল বা সবজি
(নিউজ অফবিট-এর প্রতিটি খবরের আপডেট পেতে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর প্রতি সপ্তাহে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। www.newsoffbeat.com -এ প্রকাশিত খবর থেকে সপ্তাহের শেষে থাকবে কিছু সহজ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার এবং দুর্দান্ত সব অফার। তাহলে আর দেরি কিসের? নিচের লিংকে ক্লিক করে যোগ দিন এখনই। লিঙ্ক: https://t.me/newsoffbeat)