ভীনগ্রহে CO2 ! অবিশ্বাস্য

 WASP বা ওয়াম্প ৩৯ নামক গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় ৭০০ আলোকবর্ষ দূরে

Astronomy, Astronomical, New planet, Nasa, CO2

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নাসার বিখ্যাত জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে এই প্রথম সৌরমন্ডলের বাইরের কোনো গ্রহে অস্তিত্ব মিলল কার্বন ডাই অক্সাইডের। গ্রহটির নাম ডব্লিউ এ এস পি বা ওয়াম্প। গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় ৭০০ আলোকবর্ষ দূরে অবস্থিত বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। বিখ্যাত নেচার পত্রিকায় এই খবরটি প্রকাশ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছে বিজ্ঞানী মহলে।
ক্যালিফর্নিয়ার এই গবেষনাদলটির প্রধান নাতালি বাটালহা জানিয়েছেন যে এই ধরনের আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে পৃথিবী থেকে দূরে সৌরজগৎের বাইরের গ্রহগুলিতে বায়ুমন্ডল থাকার সম্ভাবনা বাড়ছে। এছাড়া, তারা জানিয়েছেন যে এই গ্রহটির তাপমাত্রা প্রায় ৯০০ ডিগ্রি সেলসিয়স। এর গ্যাসীয় ভাব অনেক বেশি। ২০১১ সালে আবিস্কার করা এই গ্রহ আয়তনে বৃহস্পতি গ্রহের থেকেও বড়ো। এই গ্রহে প্রাণ থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা।
যদিও এর আগে ওই গ্রহের বায়ুমন্ডলে সোডিয়াম, পটাশিয়াম, জলীয় বাষ্প ইত্যাদি পাওয়া গিয়েছিল। তবে কার্বন ডাই অক্সাইডের খোঁজ এই প্রথম পেলেন বিজ্ঞানীরা।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন