বাড়ি বানাচ্ছেন? কোন দেওয়ালে কোন রং শুভ জেনে নিন

 বাস্তুমতে নিজের বাড়ির দেওয়ালে সঠিক রং করলে তা আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে

House tips, Astrology, Astrological, Vastu, Wall colour tips

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ জ্যোতিষমতে মনে করা হয় যে এক একটা রং আসলে এক একটা উপাদানের প্রতীক। যেমন নীল রং জল, লাল রং আগুন কিংবা খয়েরী রং পৃথিবীকে বোঝায়। এরকম প্রতিটা আলাদা রং আসলে আলাদা কিছু বিষয়কে তুলে ধরে। তাই আপনি যদি নতুন বাড়ি বানান অথবা পুরোনো বাড়ি নতুন করে রং করত চান তাহলে অবশ্যই নিয়ম মেনে আপনার বাড়ির দেওয়ালের রং ঠিক করা উচিৎ। বাস্তু মেনে আপনার বাড়ির বিভিন্ন দেওয়াল রং করলে তা আপনার জীবনে সৌভাগ্য বহন করে আনে। অন্যথায় পরিবার বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারে। যেমন-
যেকোনো বাড়ির উত্তর-পূর্ব দিকের ঘর সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। এই ঘরে সাদা বা বেগুনি রং করা উচিৎ।
বাড়ির দক্ষিণ-পূর্ব দিকের ঘরে হলুদ অথবা কমলা রং ব্যবহার করা যায়।
আবার দক্ষিণ-পশ্চিমের ঘরের ক্ষেত্রে বাদামী, অফ-হোয়াইট,হলুদ কিংবা মিশ্র রংব্যবহার করা উচিত।
যদি আপনার যেকোনো ঘরের বিছানা ঘরের দক্ষিণ-পূর্ব দিকে থাকে তাহলে সেই ঘরের রং
অবশ্যই সবুজ করা উচিত।
বাড়ির উত্তর পশ্চিম দিকে যে ঘর তাতে সাদা ছাড়া যেকোনো রং করলে অসুবিধা হয় না।
এইভাবে সঠিক নিয়ম মেনে আপনার বাড়ি রং করুন এবং সুখ স্বাচ্ছন্দে ভরে উঠুক আপনার সংসার।




(নিউজ অফবিট-এর প্রতিটি খবরের আপডেট পেতে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর প্রতি সপ্তাহে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। www.newsoffbeat.com -এ প্রকাশিত খবর থেকে সপ্তাহের শেষে থাকবে কিছু সহজ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার এবং দুর্দান্ত সব অফার। তাহলে আর দেরি কিসের? নিচের লিংকে ক্লিক করে যোগ দিন এখনই। লিঙ্ক: https://t.me/newsoffbeat)

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন