গুগল ক্লাউডের ফ্রী কোর্স

 বিগিনারস লেভেলে নতুন ফ্রী কোর্স লঞ্চ করল গুগল ক্লাউড

Technology, Technological, Course, Goggle, Goggle cloud, Free courses

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ফিউচার স্কিল লার্নিং এর সঙ্গে একসাথে হয়ে নাসকম ডিজিটাল স্কিলিং ঈনিসিয়েটিভের মাধ্যমে এই প্রথমবার নতুন কিছু কোর্স লঞ্চ করল গুগল ক্লাউড। মূলত একেবারে প্রাথমিক পর্যায়ে যোগদানকারিদের ক্লাউড কম্পিউটিং, ক্লাউড বেসিকস, বিগ ডেটা, মেশিন লার্নিং ইত্যাদির পাঠ দেবে এই নতুন কোর্স। গুগল ক্লাউড স্কিল বেসড এই প্ল্যাটফর্ম থেকে নতুন একটি কর্মক্ষেত্রের রাস্তার দরজা খুলে যাবে।
এই কোর্সের মাধ্যমে আইটি ইনফ্রাস্ট্রাকচার, ডেটা অ্যানালিটিকস, ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট ইত্যাদি আরও অনেক নতুন জিনিস শেখা যাবে। কোর্স শেষের পর যোগদানকারি ছাত্রছাত্রীরা একটি কোর্স সার্টিফিকেট, ইন্ডাসট্রি রেকগনাইজড স্কিল ব্যাজ পাবে। এই কোর্সের জন্য ক্লাউড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানা যাবে ও ভবিষ্যতে এই বিষয়ে নিজের পেশা ঠিক করাও যাবে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের বিনামূল্যে এই কোর্স সম্পর্কে জানানো হবে এছাড়া ফ্রেসার যারা টেকনোলজির নতুন বিষয় সম্পর্কে জানতে চায় এই কোর্স তাদের জন্যও থাকবে। 




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন