শিক্ষক দিবসের পিছনে অন্য কারণ !

৫ই সেপ্টেম্বর ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন ছাড়াও শিক্ষক দিবস অন্য একটি কারণেও পালিত হয়

Teacher's day, Reason, Special day, Teachers, Mentors, Respect

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ৫ ই সেপ্টেম্বর দেশ জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। এই একটি দিন শিক্ষক, শিক্ষিকা, গুরুদের উদ্দেশ্যে সম্মান জানানো হয়। ছাত্রছাত্রীদেরকে কাছে এই দিনটি একটি উৎসবের মতোই। স্কুল, কলেজের ক্লাসরুম গুলো এদিন বেলুন আর রঙিন কাগজে সেজে ওঠে। পড়াশোনার ছুটি। মাসখানেক আগে থেকে মহড়া দিয়ে কত রকমের কত অনুষ্ঠান হয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, শিক্ষক ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ জন্মগ্রহণ করেন ১৮৮৮ সালের সেপ্টেম্বরের এই ৫ তারিখে। জন্মদিনে তাকে স্মরণ করতে ও সম্মান জানাতে দেশজুড়ে শিক্ষক দিবস পালন করা হয়।
যদিও, আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় ৫ই অক্টোবরে। ১৯৯৪ সালে ইউনেস্কো ৫ই অক্টোবর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেই আন্তর্জাতিকভাবে। তবে ভারতবর্ষে শিক্ষক দিবস মানেই ৫ই সেপ্টেম্বর। বিশিষ্ট মানুষ, শিক্ষক, বিদ্বান, দার্শনিক ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন হিসাবে এই দিনটি পালন করা হলেও এর পিছনে অন্য একটি বিশেষ অজানা কারণ ও আছে।
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ১৯৬২ থেকে ১৯৬৭ পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। তার কর্মজীবনে এই ৫ই সেপ্টেম্বর দিনটিতেই তিনি প্রথমবার তার নিজস্ব কার্যালয়ে পা রাখেন। সেখানে তাঁকে সম্মান জানাতে তাঁর কিছু ছাত্রছাত্রীরা আগে থেকেই উপস্থিত হয়েছিল। তারা সেখানে সামান্য কিছু আয়োজন করেছিল। কিন্তু রাধাকৃষ্ণাণ তা জানতে পেরেই সঙ্গে সঙ্গে তার ছাত্রছাত্রীদের তার জন্য কোনোরকম অনুষ্ঠান পালন করতে মানা করে দেন। তিনি তাদের এই দিনটিকে অন্যভাবে পালন করতেও বলেছিলেন। তিনি তার ছাত্রছাত্রীদের কাছে এই বিশেষ দিনটিকে ভারতবর্ষের সমস্ত শিক্ষক, শিক্ষিকাদের উদ্দেশ্যে পালন করতে বলেন। সেই থেকেই ৫ই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস পালিত হয় সমারোহে।






0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন