তানিয়া পোদ্দারঃ ঘরবন্দী আমরা। বদলেছে জীবন। কিন্তু সময় তো থেমে থাকে না। এরই মাঝে বিয়ের মরশুম। ছোটো করে হলেও অনুষ্ঠান তো হচ্ছেই। সামাজিক সুরক্ষা বিধি বজায় রেখে সেই অনুষ্ঠানে যোগও দিচ্ছেন। তাহলে একটু আধটু সাজগোজ করতে আসুবিধা কোথায়।
বাঙালি বিয়ে মানেই তো খাওয়া দাওয়া, আনন্দ আর সাজগোজ। মেয়েরা সাজগোজ বলতেই যা বুঝি তা হলো ভালো শাড়ি, গহনা আর মেকআপ। কিন্তু ভালো শাড়ি, প্রচুর গহনা আর জমকালো মেকআপ-এ একে অপরকে টেক্কা দেওয়ার দিন এখন অতীত। সমস্ত রকম সতর্ক বিধি মেনেই এখন সাজগোজ করতে হবে। যেহেতু অল্প কয়েকজনকে নিয়ে অনুষ্ঠান, বেশি মানুষের কাছে আমরা পোঁছে যেতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই ভার্চুয়াল মাধ্যমে আকর্ষণীয় হয়ে উঠতে হলে সাজগোজ তো একটু অন্য রকম হবেই। বিশেষ করে মেকআপ। কিন্তু কীভাবে? চিন্তা নেই। কিছু কিছু টিপস মানলেই আপনি হয়ে উঠবেন মেকআপে পারদর্শী আর অন্যনা। বইবে লাইক আর কমেন্টের বন্যা।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কিরকম হবে সেই মেকআপ-
- প্রথমে আপনার পছন্দের কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- তারপর আপনার স্কিন অনুযায়ী টোনার লাগান।
- এরপর ময়েশ্চারাইজার ও প্রাইমার লাগিয়ে নিন।
- তারপর আপনার মুখে এবং গলায় শেড অনুযায়ী ফাউন্ডেশন লাগান।
- একটা হালকা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিন।
- তারপর একটা ট্রান্সলুসান পাউডার দিয়ে মেকআপ সেট করুন।
- এরপর ভ্রু নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিন।
- আইশ্যাডো লাগান শাড়ির সাথে ম্যাচিং করে।
- এরপর কাজল ও আইলাইনার লাগিয়ে নিন।
- মাসকারা লাগান চোখের পাতায়
- চাইলে আইল্যাশ লাগাতে পারেন, এতে আপনার চোখ আরো আকর্ষণীয় হয়ে উঠবে।
- এরপর আপনার মুখে কংটরিং করে নিন
- তারপর ব্লাশ লাগান এবং হাইলাইট আপনার টি জোনে
- সর্বশেষ এ লিপস্টিক লাগান।
ব্যাস। কমপ্লিট আপনার মেকআপ। আরে আরে....... যাচ্ছেন কোথায়? দাঁড়ান, আগে মাস্ক টা তো পরুন। একটু নিরালায় বা বাড়িতে এসে ছবি তোলার সময় না হয় খুলে নেবেন।