দোলের আগেই বিশ্বকে চমকে দেবে ইসরো, মহাকাশে পাঠাচ্ছে ১৬ তলা বাড়ির সমান যান

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অপেক্ষা মাত্র আর একদিনের। তারপরই বিশ্বকে চমক দিতে চলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। চন্দ্রযান-এর ব্যর্থতার পর নতুন ভাবে গুছিয়ে নিয়ে মহাকাশে এক বিশালাকার যান পাঠাতে চলেছে তারা। যার উচ্চতা প্রায় ১৬ তলা বাড়ির সমান। ওজন ৪ লক্ষ ২০ হাজার ৩০০ কিলোগ্রাম। নাম জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি)-এফ১০।
জিস্যাট সিরিজের নজরদারি উপগ্রহ জিস্যাট-১ (GSAT-1) কে নিয়ে মহাকাশে যাবে এই যান।  যা আগামী ৫ই মার্চ ভারতীয় সময় বিকেল ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে মহাকাশে পাড়ি দেবে।
এই সর্বাধুনিক ক্রায়োজেনিক রকেট (Rocket) পৃথিবী কক্ষে বসে পৃথিবীর উপরে নজরদারি চালাবে। আবহাওয়ার খবর, জলবায়ু পরিবর্তন থেকে রেডিও যোগাযোগ সবদিকটাই দেখবে  ইসরোর জিস্যাট-১।

এই রকেটে রয়েছে কঠিন, তরল ও ক্রায়োজনিক স্তরের তিনটি স্তর। রকেটের ইঞ্জিন চলবে তরল হাইড্রোজেন আর তরল অক্সিজেন দিয়ে। এই তরল শূন্যের নীচে ২৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা থাকে। সেই জ্বালানির মাধ্যমেই মহাকাশে পাড়ি দেয় এই ধরনের ক্রায়োজেনিক ইঞ্জিন। 
২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৩টি কৃত্রিম উপগ্রহকে জিএসএলভি রকেটের মাধ্যমে মহাকাশে পাঠিয়েছে ইসরো।  এবার সেই জিএসএলভি-এফ১০ রকেটের পিঠে করেই পৃথিবীর কক্ষে পৌঁছবে উপগ্রহ জিস্যাট-১। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন