নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: প্লাস্টিক বর্জন করে বাঁশ আপন করে নিল সিকিম শহর। পর্যটকদের জন্য এবার বাঁশ দিয়ে তৈরি হচ্ছে বোতল। লাচেন সম্ভবত প্রথম শহর যেখানে প্রক্রিয়াজাত পানীয় জলের জন্য প্লাস্টিক বোতলের পরিবর্তে বাঁশের বোতল ব্যবহার চালু হল।
প্রত্যেক বছর বহু ভ্রমণ পিপাসু মানুষের সমাগম হয় লাচেন শহরে। এখানের প্রাকৃতিক দৃশ্য ও তুষার আবৃত পর্বতমালা আকৃষ্ট করে পর্যটকদের। পর্যটন শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের সংখ্যা ক্রমশ বাড়ছে। যাতে সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই প্লাস্টিক দূষণ বন্ধ করতেই সিকিম রাজ্য সভার এমপি হিশে লাচুংপা বাঁশের বোতল তৈরি ও ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।
১৯৯৮ সালে সিকিম প্লাস্টিক বর্জনে প্রথম পদক্ষেপ করে। ২০১৬ সালে সিকিম সরকারি কার্যালয় ও সরকারি অনুষ্ঠানে প্লাস্টিকের বোতলে প্রক্রিয়াজাত পানীয় জলের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করে। সিকিমে আসা পর্যটক ও পর্যটকবাহী যানবাহনে করেও যাতে প্লাস্টিক বোতল লাচেনে না ঢোকে সেই দিকেও কঠোর নজর রাখা হয়। যদি থাকে তা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার অনুরোধ করা হচ্ছে। তার বদলে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাঁশের তৈরি জলের বোতল।
আরো পড়ুন: দোলের আগেই বিশ্বকে চমকে দেবে ইসরো, মহাকাশে পাঠাচ্ছে ১৬ তলা বাড়ির সমান যান
আরো পড়ুন: দোলের আগেই বিশ্বকে চমকে দেবে ইসরো, মহাকাশে পাঠাচ্ছে ১৬ তলা বাড়ির সমান যান
স্থানীয় কর্তৃপক্ষের আদেশে বর্তমানে আসাম থেকে পর্যটকদের জন্য এক হাজার বাঁশ নির্মিত বোতল আনানো এবং ব্যবহার করা শুরু হয়েছে। ভবিষ্যতে বাঁশের তৈরি বোতলের সংখ্যা ও ব্যবহার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্লাস্টিক বোতল বর্জন আয়ত্তে আসার পর স্থানীয়ভাবে বিস্কুট ও ওয়েফারের প্লাস্টিক প্যাকেট বর্জনের ওপর হস্তক্ষেপ করা হবে। দায়িত্ববান পর্যটকদের সাহায্যেই প্লাস্টিক বোতল বর্জন সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
(সূত্র: ইন্ডিয়া টাইমস। অনুলিখনঃ তিতাস বিশ্বাস)