সমুদ্রের তলায় শায়িত ভগবান বিষ্ণু, পুজো চলে নিয়মিত

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: এই পৃথিবীর অজানা তথ্য আর রহস্য যত জানবেন ততই বিস্মিত হবেন। অবাক হবেন নানা দেবতার মাহাত্ম্যের কথা শুনলে। পৃথিবীর প্রাচীন ধর্ম গুলির মধ্যে হিন্দুধর্ম অন্যতম। এই ধর্মেই রয়েছে নানা আরাধ্য দেবতার কাহিনি। যে কাহিনির রহস্য উদঘাটন করতে কত মুনি ঋষির জীবন কেটে গেল। তবুও যেন কিছুই জানা হলো না। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মের অজস্র মন্দির। আর প্রত্যেকটি মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে এক একটি লোককাহিনি, মাহাত্ম্যকথা। এমন কিছু কিছু বিষয় যার সমাধান আগেও, হয়নি, হয়তো কোনদিন হবেও না।
ইন্দোনেশিয়া রাজধানী বালিতে রয়েছে এমনই এক মন্দির। যা সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে। আসলে এই মন্দির রয়েছে সমুদ্রের তলদেশে। ভগবান শ্রী বিষ্ণুর এই মন্দির প্রায় 5000 বছরের পুরনো। যেখানে পুজো চলে নিয়মিত। ভক্তরা স্কুবা ডাইভিং-এর মাধ্যমে সমুদ্রের তলায় যান, প্রাণের দেবতাকে প্রত্যক্ষ করেন এবং পুজো দেন। আর এত কষ্ট করে যে ভক্ত দেবতার কাছে পৌঁছান, তাঁকে কি দেবতা ফেরাতে পারে? শোনা যায় এই দেবতার কাছে ভক্তিভরে কোন কিছু প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হবেই। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন