নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দোলের ছুটিতে যাঁরা দার্জিলিং বেড়াতে যাচ্ছেন তাঁদের জন্য সুখবর। তিন বছর পর দোলের আগেই দার্জিলিং-এ খুলে দেওয়া হল জনপ্রিয় এই পার্কের দরজা। সংস্কারের জন্য তিন বছর এই পার্কটি বন্ধ ছিল। নতুন রূপে চলতি মাসেই পর্যটকদের সামনে হাজির হল এই পার্ক।
রক গার্ডেন থেকে আরও চার কিলোমিটার নিচে নামলেই এই পার্ক। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পার্কে রয়েছে ঝরনা। রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও। বাচ্চাদের জন্য নানা বিনোদনের ব্যবস্থাও থাকছে।
অপরূপ চা বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এই পার্কে পৌঁছে আপনার মন খুশিতে ভরে উঠবে। কারণ এখানে মনোরঞ্জনের আরও অনেক ব্যবস্থা করা হয়েছে। থাকছে পাহাড়ি খাবারের স্টল। যেখানে মিলবে গরমাগরম মোমো, থুকপা, দার্জিলিং চা, কপি। এই পার্কে প্রবেশের জন্য টিকিট ধার্য করা হয়েছে মাত্র কুড়ি টাকা।
ভাবছেন তো পার্কের নাম কী? অনেকেই এতক্ষণে বুঝে ফেলেছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি গঙ্গামায়া পার্কের কথাই বলছি।