অসহায় কুকুরদের পাশে দাঁড়িয়ে মানবতার নজির সিউড়ির পশুপ্রেমীদের

নাজিবুর রহমান খান: মানুষ ঘরবন্দি। বন্ধ বাজার হাট, দোকান, হোটেল। খাবার জুটছে না পথ কুকুরদের। এই অবস্থায় তাদের প্রাণ বাঁচাতে উদ্যোগ নিল বীরভূম জেলার সিউড়ি শহরে একদল পশুপ্রেমী। সরকারি সমস্ত বিধি নির্দেশিকা মেনেই রান্না করা খাবার  পৌঁছে দিচ্ছেন তাঁরা। 
লকডাউনের এই কঠিন সময়ে বাড়ির  পোষ্য অ্যালসেশিয়ান , জার্মান শেফার্ডদের খাবারের অসুবিধা হয়তো হচ্ছে না। কিন্তু সুবিধাটা হচ্ছে রাস্তায় কুকুরদের। রাস্তার হোটেল আর বাড়ি থেকে ফেলে দেওয়া বা ভালোবেসে দেওয়া খাবার খেয়ে যারা বেঁচে থাকত। আজকের লকডাউনের জেরে শুনশান রাস্তা ঘাটে বন্ধ দোকানপাট হোটেলের মাঝে ক্ষুধা যন্ত্রনায় তারা অসহায় ও দুর্বল। আর তাদের কথা মাথায় রেখে একদল স্বেচ্ছাসেবী মানুষেরা এগিয়ে এল মনুষ্যত্বের নতুন অঙ্গীকার নিয়ে। 
লকডাউন শুরু হওয়ার পর থেকেই তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ভাত মাংস ডাল ইত্যাদি খাদ্যের যোগান নিয়ে বেরিয়ে পড়েন  সিউড়ি শহরের একদল পশুপ্রেমী। শহরের গলির আনাচে-কানাচে এবং প্রত্যেকটা কুকুরকে খাবার খাওয়ান। এ সমস্ত কিছু করা হয় সরকারি বিধিনিষেধ ও নিয়মকানুন মেনে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে।  এইরকম মানবিক কাজের জন্য কুর্নিশ তাঁদেরকে। ইতিমধ্যেই প্রচুর প্রশংসা কুড়িয়েছেন তাঁরা। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন