করোনার গুজবে মুরগি ব্যবসায় কত ক্ষতি জানেন


ভগবতী দাস: গুজবের জের এখনো কাটেনি। কাজ হয়নি প্রচার অভিযানে। করোনার আতঙ্কের কোপ মুরগি ব্যবসায়। হু হু করে কমছে মুরগির মাংসের দাম। ফলে বাড়ছে ক্ষতির পরিমাণ।
রবিবার মধ্যবিত্ত বাঙালির পাতে চিকেন  প্রায় আবশ্যিক। তাই সকাল থেকেই মুরগির দোকানের সামনে লম্বা লাইন পড়ে যেত। একটু বেলায় বাজারে গিয়ে খালি হাতে ফিরতে হতো। বিক্রি শেষ। চিকেনের হরেক রেসিপি  ও তার মন মাতানো স্বাদে বেড়েই চলেছিল চাহিদা। যার জেরে দাম পৌঁছেছিল ১৬০ তে। সেই দাম এক ধাক্কায় কমে এসেছে ৮০ থেকে ১০০। তাও রবিবার বাজারে গিয়ে দেখা গেল অধিকাংশ দোকানেই ভিড় নেই। খাঁচাবন্দি মুরগি নিয়ে  হাপিত্যেশ করে বসে রয়েছে বিক্রেতা। জেলাগুলিতে এর প্রভাব পড়েছে বেশি। বিক্রি নেই তাই অধিকাংশ দোকানে ঝাঁপ বন্ধ।
শিলিগুড়ির মাংস বিক্রেতা অরূপ হালদার  বলেন, ''আজ মুরগির দাম অন‍্যদিনের চেয়ে কম হলেও আজ সারাদিনে মাত্র এককিলো মাংস বিক্রি হয়েছে।'' শিলিগুড়ি বাজারে ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, এই কদিনে বয়লার মুরগির ব্যবসায় ক্ষতি হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
যদিও পশুরোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থ জোয়ারদার সংবাদ মাধ্যমে জানান, মুরগির শরীরে করোনা ভাইরাস এটা পুরোটাই গুজব। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানুষের শরীরে করোনা ভাইরাস ছড়াচ্ছে। কোন পশুর শরীরে নয়। নোবেল করোনা যেটা চিনে মারণ আকার ধারণ করেছে, তার সঙ্গে মুরগির সংক্রমনের কোন খবর নেই। এই আলোচনা একেবারেই অমূলক।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন