মেঘ-পাহাড় ঘেরা মায়াবি রঙ্গারুন চা বাগিচা

rangaroon homestay, njp to rangaroon, khaling cottage homestay, rangaroon, rangaroon temperature, rangaroon homestay tariff, rangaroon trekkers hut, humro home rangaroon
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দার্জিলিঙের বুকে দাঁড়িয়ে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন। এটার বাইরে গিয়ে একটু নতুনত্বের স্বাদ নেওয়া যাক। ক্যানভাসে যদি কাঞ্চনজঙ্ঘা ও দার্জিলিং শহরটা একসাথে পাওয়া যায় কেমন হয় ? রঙ্গারুন হল উত্তরবঙ্গের এমন একটি জায়গা যেখান থেকে এরকম একটি দৃশ্যের সাক্ষী হয়ে আসতে পারেন। প্রায় ৬৬০০ ফুট ওপরের চা বাগান সম্বলিত একটি ছোট গ্রাম রঙ্গারুন।
কী দেখবেন ?
রঙ্গারুন গ্রামের ওপরের দিকে রয়েছে স্থানীয় সিংহদেবী মন্দির। বৈশাখী পূর্ণিমাতে বড় উৎসব হয়ে থাকে। গ্রাম থেকে অনতিদূরে রয়েছে রুংদুং খোলা বা রুংদুং নদী। রয়েছে ১৮৬০-৭০ সালের মধ্যে এক জার্মান সাহেবের বানানো পুরনো বাংলো।
rangaroon homestay, njp to rangaroon, khaling cottage homestay, rangaroon, rangaroon temperature, rangaroon homestay tariff, rangaroon trekkers hut, humro home rangaroon
কীভাবে যাবেন ?
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি নিয়ে কার্শিয়াং হয়ে জোড়বাংলা থেকে ডানদিক নিয়ে তিন মাইলের দিকে পরে রঙ্গারুন চা বাগান। এনজিপি থেকে প্রায় ৭৫ কিমি এবং জোড়বাংলা থেকে এখানকার দূরত্ব ৮ কিমি।
কোথায় থাকবেন ?
থাকার জন্য রয়েছে হুমরো হোম স্টে, এছাড়াও রয়েছে খালিঙ কটেজ। এছাড়াও আরো ছোট-বড় হোম স্টে রয়েছে থাকার জন্য। যোগাযোগ করতে পারেন ৯০০৭৫২৯৩৯৪ নম্বরে (ফেরারী ট্রাভেলস) 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন