বুদ্ধিমানদের বন্ধু কম, বলছে গবেষণা

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আপনি কি একা থাকতে পছন্দ করেন? আপনার বন্ধু কম? সারাদিন ইনবক্সে বন্ধুদের মেসেজ নেই? আপনিও পছন্দ করেন না সবার সঙ্গে খুব বেশি কথা বলতে? হয়তো নিজের সঙ্গে বেশি সময় কাটাতে পছন্দ করেন। এই নিয়ে অনেকের কথা হয়তো শুনতে হয়। কিন্তু এইসব নিয়ে এখন আর ভাববেন না। কারণ সমীক্ষা বলছে, যারা যত বেশি বুদ্ধিমান তারা তত নিঃসঙ্গ। মূলত বুদ্ধিমানরা একা থাকতেই বেশি পছন্দ করেন। 
সম্প্রতি এই তথ্য উঠে এসেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের এর সমীক্ষায়। ১৮ থেকে ২৮ বছরের প্রায় ১৫ হাজার মানুষকে নিয়ে এই গবেষণা চালানো হয়েছে।
গবেষণা বলছে, যাঁরা বহু সংখ্যক মানুষের সঙ্গে অযথা গল্প করতে পছন্দ করেন না তাঁরা খানিকটা হলেও বেশি বুদ্ধিমান। তাঁরা একা থাকার মধ্যেই বেশি আনন্দ খুঁজে পান। এই সময়টায় তাঁরা পছন্দের কাজে মনোনিবেশ করেন। এতে তাঁদের  সৃজনশীলতা প্রকাশ পায়। যার থেকে নতুন সৃষ্টির জন্ম নেয়। আবার অনেকে নিজেদের জীবনের লক্ষ্য জয় করতেই তাঁরা পড়াশোনা বা গবেষণায় বেশিরভাগ সময় দেন ও তাই একা থাকতে পছন্দ করেন।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন