রামধনুর দেশে: শান্তি ও মুক্তির ঠিকানা রেনবো ভ্যালি

kalej valley, kalej valley homestay, rainbow valley resort kalej valley, rangbull to darjeeling distance, rainbow falls darjeeling, rangbull hotel, rangbull sightseeing, how to reach rangbull, rangbull retreat
 নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দার্জিলিঙের কাছে সবুজে মোড়া ছবির মত সুন্দর ছোট গ্রাম কালিজ ভ্যালি। কালিজ একপ্রকার পাখির প্রজাতি বিশেষ। চা বাগানের পাশাপাশি পাখিপ্রেমীদের জন্য এই জায়গাটি অন্যতম দ্রষ্টব্য। নিরিবিলি পাহাড়ি গ্রামে এক-দুটি রাত কাটানোর জন্য মোক্ষম জায়গা এই কালিজ ভ্যালি। কালিজ ভ্যালি ছাড়াও অঞ্চলটিকে রেইনবো ভ্যালি বলা হয়। এই উপত্যকার তিন দিক দিয়ে বয়ে গিয়েছে তিনটি নদী৷ উত্তরে কালিজ খোলা নদী, পশ্চিমে হি খোলা ও দক্ষিণে রঙ্গিত৷ ঠিক মধ্যিখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা৷ আর তার কোলে কালিজ ভ্যালি যেন এক টুকরো সবুজ স্বর্গ৷ 
কী দেখবেন ?
পাহাড়ের ওপরের ঢালে পুরনো গাছপালার সারি নীচের ঢালে যতদূর চোখ যায় শুধুই অফুরান সবুজ চা-বাগান। এই গ্রামে রয়েছে পূর্ণ চা উৎপাদন করাখানাও। এছাড়াও এই জায়গার আরেকটা আকর্ষণ রয়েছে রামধনু বা রেনবো জলপ্রপাত। স্থানীয় নাম ইন্দ্রানী ছাগো বা ইন্দ্রানী ফলস। 
kalej valley, kalej valley homestay, rainbow valley resort kalej valley, rangbull to darjeeling distance, rainbow falls darjeeling, rangbull hotel, rangbull sightseeing, how to reach rangbull, rangbull retreat
এখানে রং-বেরঙের পাখির অভাব হবে না। কাছে-পিঠে জোড়বাংলোটাও ঘুরে আসতে পারেন। এই উপত্যকায় রয়েছে জনপ্রিয় যুমা সাম্য মানঘিমের মন্দির৷ প্রাথর্নার জন্য সাম্য ধর্মের মানুষরা এখানে ভিড় জমান৷ এখান থেকে ১৩ কিলোমিটার পথ গেলে পৌঁছবেন কৈলাশপতি গুহায়৷ শিবরাত্রিতে এখানে অন্ধকার গুহার মধ্যে শিব ঠাকুরের দর্শনের জন্য ভিড় জমান অগণিত ভক্ত৷ 
কীভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি নিয়ে টাইগার হিলের খুব কাছে এই কালিজ ভ্যালি। গাড়ি নিয়ে রংবুল হয়ে ভ্যালিতে পৌঁছনো যাবে। 
কোথায় থাকবেন?
থাকার জন্য রয়েছে রেইনবো ভ্যালি রিসোর্ট। যোগাযোগ করতে পারেন ৯০০৭৫২৯৩৯৪ নম্বরে (ফেরারী ট্রাভেলস) 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন