এই টোটকা পালন করার জন্য আপনাকে আমাবস্যা, পূর্ণিমা, মঙ্গলবার, বৃহস্পতিবার বা শনিবার যে কোনো একটিকে বেছে নিতে হবে। এদিন সারা দিন নিরামিষ খাবেন। সারাদিন কাজের মধ্যে থেকেও আপনার প্রিয় দেবতার নাম জপ করবেন ও মঙ্গলজনক চিন্তাভাবনা করবেন। কোন রকম দুশ্চিন্তা মনের মধ্যে আনবেন না। পারলে পশু-পাখিকে খাদ্য ও জল দান করুন। সন্ধ্যেবেলায় শুদ্ধ বস্ত্রে বাড়ি থেকে বের হবেন। একটি অশুত্থ গাছের তলায় গিয়ে আপনার প্রিয় দেবতার নাম তিনবার জপ করে একটি ঝরে যাওয়া টাটকা পাতা তুলে নিন। বাড়ি এসে ওই পাতার মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এরপর ওই পাতার মধ্যে এক টুকরো সোনা, একটুকরো রুপো, একটি লক্ষ্মী কড়ি, কিছু ধান, অল্প হলুদ গুঁড়ো রেখে কর্পূর দিয়ে আরতি করুন। এরপর অশুত্থ পাতা সহ সবকটি জিনিস লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে ঠাকুরের আসনে রেখে দিন। প্রতিদিন সেটি পুজো আরতি করবেন। দেখবেন ফল মিলবে খুব তাড়াতাড়ি।