মাধ্যমিকে আবারও জেলার জয়জয়কার


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আবার জেলার জয়জয়কার। কলকাতাকে টেক্কা দিল জেলা।
প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল।  আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার পাশের হার ৮৬.০৭  শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, সকাল দশটায় স্কুলে স্কুলে ফল পৌঁছে যাবে 
  • ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সৌগত দাস, মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র
  • ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয়, শ্রেয়সী পাল ও দেবস্মিতা সাহা
  • যুগ্ম তৃতীয় ক্যামেলিয়া রায় ও ব্রতীন মণ্ডল
  • চতুর্থ হয়েছেন আলিপুরদুয়ারের অরিত্র সাহা
  • যুগ্ম পঞ্চম সুকল্পা দে ও রুমানা সুলতানা
  • ষষ্ঠ স্থানে ৫জন, সোহম দে, শ্রাবণী চ্যাটার্জ্জী, সায়ন্তিকা ঘোষ, সুপর্ণা সাহু, অঙ্কন চক্রবর্তী

  • ষষ্ঠ স্থানে ৫জন, সোহম দে, শ্রাবণী চ্যাটার্জ্জী, সায়ন্তিকা ঘোষ, সুপর্ণা সাহু, অঙ্কন চক্রবর্তী


  • ছাত্রীদের পাশের হার ৮৩.৮৭ শতাংশ
  • ছাত্রদের পাশের হার ৭৯.৮৯ শতাংশ
  • ৭৩ জনের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়েছে
  • সকাল দশটায় স্কুলে স্কুলে পৌঁছে যাবে ফল
  • ক্লিক করতে হবে wbbse.org or wbresults.nic.in
  • ছাত্রীদের পাশের হার বেড়েছে ১ শতাংশ
  • শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে ১৮৫ জন পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছেন ১৭৫ জন

সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। ফলপ্রকাশের পর বিভিন্ন শিবিরের মাধ্যমে স্কুলগুলিকে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা হবে। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে। এই ওয়েবসাইটগুলি থেকে  ফল জানা যাবে - www.wbbse.org, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.vidyavision.com, www.jagranjosh.com, www.newsnation.in

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন