কমোডে হিন্দু দেবদেবীর ছবি, অ্যামাজনের বিরুদ্ধে থানায় অভিযোগ


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কমোডের ঢাকা, পাপোশে হিন্দু দেবদেবীর ছবি৷ ব্যবসা বাড়াতে উদ্যোগ অ্যামাজনের। আর এতেই চটেছেন নেটিজেনদের একাংশ৷ হিন্দু আবেগে ধাক্কা দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সেই সঙ্গে ওই সংস্থাকে বয়কটের ডাক দিয়েছেন। 
ধর্মীয় ভাবাবেগে ধাক্কা দেওয়ার অভিযোগে কোণঠাসা অ্যামাজন৷ দিন কয়েক আগেই নজরে আসে কমোডের ঢাকা এবং পাপোশ-সহ একাধিক জিনিসে বিভিন্ন হিন্দু দেবতাদের ছবি দেওয়া হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়৷ হিন্দু ধর্মাবলম্বী নেটিজেনরা এটা  মোটেও ভাল চোখে দেখছেন না৷ ওই সংস্থার বিরুদ্ধে রীতিমতো বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। নেটিজেনদের অভিযোগ, ভগবান পবিত্র৷ এভাবে কমোডের ঢাকা, পাপোশে তাঁদের ছবি ব্যবহার করার মানে দেবতাদের অসম্মান করা৷ অ্যামাজন হিন্দু আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে৷ সেই সঙ্গে তাঁরা নয়ডা থানার পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন৷ 
এদিকে এই দায়ভার সংশ্লিষ্ট সংস্থাগুলির উপর চাপিয়েছেন অ্যামাজনের মুখপাত্র। সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি৷ তবে ইতিমধ্যেই বিতর্কিত সামগ্রীগুলি সাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷



0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন