সন্ত্রাস দমনে শক্তিশালী উপগ্রহ পাঠাচ্ছে ভারত



নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নিখুঁত ভাবে শত্রুপক্ষের উপর নজরদারি বাড়াতে মহাকাশে শক্তিশালী উপগ্রহ (রিস্যাট-২বিআর১) পাঠাচ্ছে ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আগামী ২২ মে এই অত্যাধুনিক নজরদারি উপগ্রহ পাঠানো হবে।

জঙ্গি ঘাঁটিতে উগ্রপন্থীদের গতিবিধি,শত্রু দেশের কার্যকলাপ সব নিখুঁত ভাবে তুলে ধরবে এই উপগ্রহ। মেঘের আস্তরণ ভেদ করে শত্রু আকাশে সজাগ দৃষ্টি রাখবে। রাতের অন্ধকারেও পাঠাবে স্পষ্ট ছবি।

বলাবাহুল্য, পাকিস্তান, চিন, আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সবই থাকবে এই উপগ্রহের নজরের আওতায়। সন্দেহজনক কিছু দেখলেই সেই খবর পৌঁছে যাবে ভারতের সেনা এবং গোয়েন্দা সংস্থাদের কাছে। এই মুহূর্তে ভারতের কাছে যে  রিস্যাট-১ এবং রিস্যাট-২ উপগ্রহ রয়েছে তার থেকেঅনেক সজাগ এই নয়া উপগ্রহ।  নজরদারির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ-সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও এই উপগ্রহ কাজে আসবে।  

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন