প্রবল দুর্যোগে নিরাপদে থাকতে এগুলি অবশ্যই মেনে চলুন


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মহাসাইক্লোন ফনী। আয়লার থেকেও ভয়াবহ এই ঘূর্ণিঝড়কে ঘিরে আতঙ্কিত সকলেই। বিভিন্ন সরকারি স্তরে নেওয়া হয়েছে বাড়তি সর্তকতা। এই কটা দিন নিরাপদে থাকতে আপনার বাড়তি কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন। সুরক্ষিত থাকতে আমাদের কিছু পরামর্শঃ

  • ১. জীবন বাঁচাতে আগামী তিন দিনের প্রয়োজনীয় পানীয় জল সঞ্চয় করে রাখুন। বাড়িতে অ্যাকোয়াগার্ড থাকলেও জল ধরে রাখুন। 

  • ২. বাড়িতে আগামী তিন দিনের জন্য চাল, ডাল, তেল, মশলা, ডিম, সবজি প্রভৃতি মজুত রাখুন।

  • ৩. বিস্কুট, চিড়ে, মুড়ি প্রভৃতি শুকনো খাবার এখনই কিনে রাখুন। কারণ, প্রবল দুর্যোগে রান্নার পরিস্থিতি নাও থাকতে পারে। 

  • ৪. ফ্রিজে মাছ, মাংস প্রভৃতি দ্রুত পচনশীল খাবার মজুত রাখবেন না।

  • ৫. হাতের কাছে কিছু প্রয়োজনীয় ওষুধপত্র রেখে দিন। 

  • ৬. আজ রাতে আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলিতে ভালো করে চার্জ দিয়ে রাখুন। প্রয়োজন ছাড়া সেগুলি কম ব্যবহার করুন। 

  • ৭. প্রবল দুর্যোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে এটাই স্বাভাবিক। তাই রাতের বিকল্প আলোর ব্যবস্থা করে রাখুন। কিছু মোমবাতি কিনে রাখুন।

  • ৮. বাড়ির বাইরে থাকলে আজ মধ্য রাতের মধ্যেই বাড়ি ফেরার চেষ্টা করুন। দুর্যোগের সময় বাইরে বেরোবেন না।

  • ৯. তবুও অফিস যেতেই হলে অবশ্যই রেইনকোট, ছাতা, টর্চলাইট সঙ্গে নেবেন। একসেট অতিরিক্ত জামাকাপড়, কিছু প্লাস্টিকের প্যাকেট সঙ্গে রাখুন।

  • ১০. জলপথে ও আকাশপথে ভ্রমণ এড়িয়ে চলুন।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন