মাত্র ৫০ কিমি দূরে ফণী, দীঘায় ১৫-২০ ফুট উঁচু ঢেউ


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আতঙ্কে প্রহর গুণছে বাংলা। দীঘা থেকে আর মাত্র ৫০ কিমি দূরে রয়েছে ফণী। কলকাতা থেকে দূরত্ব ২০ কিমি। দীঘায় শুরু হয়ে গিয়েছে জলচ্ছাস। ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র। বাড়ছে ঝোড়ো হাওয়ার দাপট। ফ্রেজারগঞ্জে শুরু হয়ে গিয়েছে ঝড়। সঙ্গে দোসর বৃষ্টি। গ্রামে ধুকছে জল।

দীঘায় চারদিক ঘুটঘুটে অন্ধকার। শুনশান রাস্তায় তাণ্ডব শুরু ফণীর। দশ থেকে পনেরো ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে। জল ক্রমশ বাড়ছে। সমুদ্রের ধার বরাবর বাঁধ উপচে জল ঢুকছে সৈকত শহরে। শুরু হয়েছে তুমুল বৃষ্টি। ৫০-৬০ কিমি বেগে ঝড় শুরু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে মেদিনীপুরের একাংশ।
খড়্গপুর কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন