দীঘা থেকে মাত্র ১১০ কিমি দূরে ফণী: লাইভ আপডেট

৩ মে, রাত ৯টা ঝড়ের তাণ্ডব শুরু। সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি।


৩ মে, রাত ৮টা ৩০ বাতিল একাধিক ট্রেন। কাল কলকাতায় ৫০টি মেট্রো কম চলবে৷


৩ মে, সন্ধ্যা ৭টা ৩০  বন্ধ হল হলদিয়া বন্দরের সমস্ত কাজ। ওড়িশা লাগোয়া জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু। কলকাতায় সমস্ত পার্ক বন্ধের  নির্দেশ। 


৩ মে, সন্ধ্যা ৭টা 
 আরও কাছে এল ফণী। আতঙ্ক বাড়ছে। দীঘা থেকে মাত্র ১১০ কিমি দূরে রয়েছে। কলকাতা থেকে দূরত্ব ২৫০ কিমি। এই মুহূর্তে ওড়িশার জাজপুরে রয়েছে ফণী। 


৩ মে, সন্ধ্যা ৬টা ১৫  ফনীর প্রভাবে ঝাড়্গ্রামে প্রবল বৃষ্টিপাত শুরু।



৩ মে, সন্ধ্যা ৬টা  কলকাতা থেকে ফণী রয়েছে কিলোমিটার দূরে।দিঘা থেকে ফণীর দূরত্ ২০০ কিলোমিটার।ভুবনেশ্বরের দশ কিমি পূর্বে, কটকের ৩০ কিমি দক্ষিণে রয়েছে ফণী। 


৩ মে, বেলা টা ৩০- কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আসছে ফণী দিঘার সি বিচ জুড়ে পুলিশের জোর টহলদারি ৷ ফণী আতঙ্কে ধূ ধূ করছে দিঘার সৈকত ৷ সেখান থেকে নিরাপদে সরানো হয়েছে ১৭ হাজার স্থানীয় বাসিন্দাকে৷


৩ মে, বেলা টা শিয়ালদহে বিপর্যস্ত ট্রেন চলাচল। দুর্ভোগে যাত্রীরা। অফিস থেকে ফিরতে সমস্যা। বিক্ষোভ যাত্রীদের। 



৩ মে, বেলা টা  ৩ মে, বেলা টা -ফের বৃষ্টি শুরু কলকাতায়। দক্ষিনবঙ্গের জেলাগুলিতেও ক্রমশ আবনতি হচ্ছে আবহাওয়া। বাড়ছে হাওয়ায় বেগ। দক্ষিনবঙ্গের জেলাগুলিতেও 

৩ মে, বেলা টা ৪৫ শিয়ালদহ দক্ষিণ শাখার অর্থাৎ ক্যানিং, নামখানাগামী একাধিক লোকাল ট্রেন বাতিল। ঘড়্গপুর শাখার প্রায় ৩০ জোড়া লোকাল ট্রেন বাতিল। 


৩ মে, বেলা টা ৩০ -ঝড়ের ঝাপটায় বাড়ির উপর বিদ্যুতের তার ছিঁড়ে পুড়ে গেল গোটা বাড়ি। ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের মহম্মদ নগর গ্রামে। তবে বাড়িতে কেউ না থাকায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন বাসিন্দারা। 


৩ মে, বেলা টা -পুরী, ভুবনেশ্বরের বাসিন্দারা বলছেন, ঝড়ের এমন ভয়াল-ভয়ানক রূপ আগে কখনও দেখেননি।

৩ মে, বেলা টা ৩০-ফণীর ছোবলে উড়িষ্যায় মৃত ২।

৩ মে, বেলা টা - শহরের আরও কাছে ফণী। আতঙ্ক বাড়ছে।  সন্ধ্যার মধ্যেই ওডিশা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ফণী৷

৩ মে, বেলা টা - কলকাতায় বৃষ্টি থেমেছে। তবে বাড়ছে ঝোড়ো হাওয়া। রাত যত বাড়বে,তত বাড়বে ঝড়ের তাণ্ডব।  

৩ মে, বেলা ১২টা-  ভয়াল-ভয়ঙ্কর ধ্বংসলীলায় লন্ডভন্ড পুরী-ভুবনেশ্বর। গাছপালা উপড়ে, ভেঙে, বাড়িঘর তছনছ করে উদ্দাম গতিতে ছুটে চলেছে ফণী

৩ মে, সকাল ১১ টা ৩০- অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে কলকাতায় ঢুকবে ফণি। আগামিকাল সকাল ৭টা নাগাদ কলকাতার সবচেয়ে কাছে থাকবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি।  


৩ মে, সকাল ১১ টা- ঘূর্ণিঝড় ফণির প্রথম ছোবলেই লন্ডভন্ড মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ড। ঝড়ের দাপটে উড়ে গেল ১৫টি বাড়ির চালা। ভেঙে পড়ল গাছ, ল্যাম্প পোস্ট।

৩ মে, সকাল ১০ টা ৪৫- দীঘায় উত্তাল সমুদ্র৷ জল এসে পৌঁছেছে দিঘার মেরিন ড্রাইভে৷ চলছে লাগাতার মাইকিং৷ গার্ডওয়াল ছাপিয়ে ক্রমশ জল ঢুকছে। 


৩ মে, সকাল ১০ টা ৩০- ফণির জন্য এদিন দুপুর ১টা থেকে হাওড়া ফেরি সার্ভিস বন্ধ থাকবে। আগামিকাল সম্পূর্ণ বন্ধ থাকবে ফেরি সার্ভিস। 


৩ মে, সকাল ১০ টা- ফণির জন্য আজ বিকেল ৪টে থেকেই বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

৩ মে, সকাল ৯টা ৩০ - দিঘা, মন্দারমণি-সহ উপকূলবর্তী অঞ্চলে শুরু হয়েছে তুমুল ঝড়বৃষ্টি। শঙ্করপুরে ভেঙে পড়ল হাইটেনশন বিদ্যুতের খুঁটি। 

৩ মে, সকাল ৯ টা ১০- ফণীর অভিমুখ স্থলভাগের দিকে নয়। বরং উপকূল বরাবরই ক্রমশ পশ্চিমবঙ্গের দিয়ে এগিয়ে আসছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি, সঙ্গে ঝোড়ও হাওয়া।

৩ মে, সকাল ৯টা - মহাসাইক্লোনের তাণ্ডবে কাঁপছে মানুষ। তীব্র জলচ্ছাস। তালগাছ সমান ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। বিদ্যুৎহীন পুরো শহর৷ দিনের বেলায় রাতের অন্ধকার। 

৩ মে, সকাল ৮টা ৫০ - ওড়িশার উপকূলে স্থলভাগের উপরে ১৯৫ কিলোমিটার গতিবেগে ফণী আছড়ে পড়ল। নির্ধারিত সময়ের আগেই। ফণির দাপটে লন্ডভন্ড পুরী, গোপালপুর, ভুবনেশ্বর। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন